শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দক্ষিণ বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশ বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীতে আগুনে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে পিপি রাজ্জাকের ত্রাণ সহায়তা বাঁশখালীতে আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁশখালীর বাহারছড়ায় ছাত্রদলের সমাবেশ বাঁশখালী‌তে উত্তর জলদী সূর্য উদয় ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী গণেশ চতুর্থী উদযাপন মাকে সাথে নিয়ে শিক্ষা জীবনের বিদায় সন্মাননা নিলেন প্রধান শিক্ষক প্রনব সিকদার বাঁশখালী আসন ঐক্যবদ্ধ হয়ে পুনরুদ্ধার করবো বিএনপি নেতা ইদ্রিস মিয়া জাতীয় পর্যা‌য়ে মেট ক্লা‌বের উ‌দ্বোধন কর‌লেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন শিক্ষার্থীদের রাস্তার দু,পাশে দাঁড় করিয়ে ফুলের পাঁপড়িতে সন্মাননা নিলেন সভাপতি

চট্টগ্রামে অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৯৯ জন পড়েছেন

চট্টগ্রামের শেরশাহ এলাকায় সুষেন বড়ুয়া ছোটন, পুরবী বড়ুয়া সহ পরিবারের সদস্যদের আয়োজনে অষ্টপরিস্কার সহ সংঘদান ও জ্ঞাতি ভোজন শুক্রবার সকালে অনুষ্টিত হয়। বাঁশখালীর সরলের কাহারঘোনা গ্রামের প্রয়াত উপাসক সতীশচন্দ্র বড়ুয়া, উপাসিকা সংঘমিত্রা বড়ুয়া,প্রয়াত উপাসিকা দ্বীপ্তি রাণী বড়ুয়া, উপাসক কুশা বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ কামনায় এবং পরলোকগতজ্ঞাতিদের পূণ্যস্মৃতি স্মরণে আয়োজিত অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্টান চট্টগ্রামের কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ ধর্মদুত প্রফেসর ড. উপানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ড.বুদ্ধপাল মহাথেরো, এতে প্রধান ধর্মদেশক ছিলেন রাঙ্গামাটি রাজবন বিহারের পরমপুজ্য বনভান্তের শিষ্য ও সুদেশক মেত্তাবংশ মহাথেরো। মূখ্য আলোচক ছিলেন বিদর্শনাচার্য এস.শাসনবংশ মহাথেরো, প্রধান জ্ঞাতি ছিলেন জ্ঞানালংকার মহাথেরো। এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পুর্ব ইদিলপুর পূর্ণানন্দা বিহারের অধ্যক্ষ দেবকীর্তি ভিক্ষুও স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাহিত্যিক জিতেন্দ্র লাল বড়ুয়া,এতে আলোচনায় অংশ নেন সমাজসেবা কর্মকর্তা মিন্টু বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রীতিশ রঞ্জন বড়ুয়া, অমরেশ বড়ুয়া ছৌধুরী,শুক্লা বড়ুয়া, বনরুপ বড়ুয়া অমি, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক প্রকাশ বড়ুয়া,ফনিন্দ্র লাল বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া,মিলন বড়ুয়া, অপু বড়ুয়া বাবুন, সুষেন বড়ুয়া ছোটন, তপু বড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
এ সময় প্রাতিষ্ঠানিক এসিদান,অষ্টপরিস্কার সহ সংঘদান ও জ্ঞাতি ভোজন শেষে সুষেন বড়ুয়া ছোটন, পুরবী বড়ুয়ার দু,কন্যা সন্তান প্রিয়সী বড়ুয়া সুপ্তা ও পুতুল বড়ুয়া সৃষ্টির কর্ণচ্ছেদন অনুষ্ঠানের সামাজিক অনুষ্টান অনুষ্টিত হয়। এ সময় আয়োজক সুষেন বড়ুয়া ছোটন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ