রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী‌তে সৃজন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলীর নেতৃত্বে বিএনপির সমাবেশ বাঁশখালী পৌরসভায় বিএনপির বিজয় র‌্যালী ও সমাবেশ দক্ষিণ বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশ বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীতে আগুনে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে পিপি রাজ্জাকের ত্রাণ সহায়তা বাঁশখালীতে আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁশখালীর বাহারছড়ায় ছাত্রদলের সমাবেশ বাঁশখালী‌তে উত্তর জলদী সূর্য উদয় ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী গণেশ চতুর্থী উদযাপন মাকে সাথে নিয়ে শিক্ষা জীবনের বিদায় সন্মাননা নিলেন প্রধান শিক্ষক প্রনব সিকদার

বাঁশখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষকের ভিটা দখল করে বাড়ি নির্মাণ ও হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজর পাড়ায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ইউনুছ ও তার ভাই‌দের
বসতভিটা দখল করে বাড়ি নির্মাণ ও হামলার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে ।এ ব‌্যাপা‌রে থানায় অ‌ভি‌যোগ দা‌খিল কর‌লে থানা পু‌লিশ নির্মাণ কাজ বন্ধসহ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
ঘটনার ব‌্যাপা‌রে অধ্যাপক মোহাম্মদ ই‌লিয়াছ ব‌লেন,জানুয়ারীর ২৮ তারিখ ঘটনার পর বাঁশখালী থানার ওসি বরাবর অভিযোগ করা হয় ২৯জানুয়া‌রি । প‌রে১৬ ফেব্রয়া‌রি আদাল‌তে ম‌ামলা কর‌লে সে‌দিন আদালত নিষেধাজ্ঞা জা‌রি ক‌রে । তা অমান‌্য কর‌লে প‌রে ১ মার্চ থানা পুলিশ নোটিশ জারি করে। এর পর ২২এ‌প্রিল উপজেলা ভূমি অফিস থেকে নোটিশ জারি কর‌লে তা অমান‌্য হুম‌কি দম‌কি দি‌য়ে আস‌ছে মৃত কবির আহমদের পুত্ররা । ত‌ার উপর ভিটার বি‌ভিন্ন গাছ পালা ও কে‌টে সাবাড ক‌রে তারা ।
এ‌ ব‌্যাপা‌রে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ইউনুছ ব‌লেন,বেআইনীভাবে জোরপূর্বক বহিরাগত নিযে বসতভিটা দখল করে ঘর নির্মাণ ও বিভিন্ন বনজ কাটছে জাহাঙ্গীর গংরা । এ‌তে প্রতিবাদ করলে তারা দা কিরিচ হাতে নিয়ে আমাকেসহ পরিবারকে খুন জখমের হুমকি দেয়। এক পর্যায়ে আমাদের বসতভিটার ৩/৪ ফুট জায়গা দখল করে ওয়াল নির্মাণ করা শুরু করে এবং নির্মাণ কাজ অব্যাহত রাখে।
পরবর্তীতে চট্টগ্রাম(দক্ষিণ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে শরণাপন্ন হলে আদালত ১৪৫ ধারা জারি করে এসিল্যান্ডকে উক্ত বসতভিটার স্ক্যাচ ম্যাপসহ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন এবং একই আদালত উক্ত বসতভিটার উভয় পক্ষকে ১৪৫ ধারা বাস্তবায়নে ওসিকে নির্দেশনা প্রদান করেন। ওসি উক্ত এলাকায় সরেজমিনে পুলিশ পাঠায় এবং নির্মাণ কাজ বন্ধসহ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। তারপ‌রে উপ‌রোক্তরা ইটের গাথঁনি করে দেওয়াল তৈরি করে ঘর নির্মাণ কাজ শেষ। সে ব‌্যাপা‌রে বাঁশখালী‌তে দা‌য়িত্বরত সেনাবা‌হিনী‌কে অ‌ভি‌যোগ করা হয় ব‌লে জানান শিক্ষক নুর মোহাম্মদ ইউনুছ ।
এ ব্যপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আদালতের কপি পাওয়ার পর উভয় পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দিয়েছি। তারপ‌রেও য‌দি আ‌দেশ অমান‌্য ক‌রে আইনগত ব‌্যবস্থা গ্রহন করা ব‌লে তি‌নি জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ