শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দক্ষিণ বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশ বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীতে আগুনে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে পিপি রাজ্জাকের ত্রাণ সহায়তা বাঁশখালীতে আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁশখালীর বাহারছড়ায় ছাত্রদলের সমাবেশ বাঁশখালী‌তে উত্তর জলদী সূর্য উদয় ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী গণেশ চতুর্থী উদযাপন মাকে সাথে নিয়ে শিক্ষা জীবনের বিদায় সন্মাননা নিলেন প্রধান শিক্ষক প্রনব সিকদার বাঁশখালী আসন ঐক্যবদ্ধ হয়ে পুনরুদ্ধার করবো বিএনপি নেতা ইদ্রিস মিয়া জাতীয় পর্যা‌য়ে মেট ক্লা‌বের উ‌দ্বোধন কর‌লেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন শিক্ষার্থীদের রাস্তার দু,পাশে দাঁড় করিয়ে ফুলের পাঁপড়িতে সন্মাননা নিলেন সভাপতি

বাঁশখালীতে বিদ্যাবাড়ির বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৪১৫ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলের ১৭ টি সামাজিক সংগঠনের মধ্যে ১০ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বাহারছড়ার বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা,কক্সবাজারের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, জসিম উদ্দীন পিপিএম এর উদ্যোগে চারা রোপন ও বিতরণ করা হয়। গত ৭ জুলাই আলোকিত পাঠাগার বিদ্যাবাড়ি এলাকা থেকে এ চারা বিতরণ ও রোপন কার্যক্রম উদ্বোধন করেন। হাজীগাঁও অগ্রণী কাব, পুকুরিয়া, স্বপ্নতরী সংঘ, কাথরিয়া, আলোকিত রতœপুর, বাহারচরা, রতœপুর তরুণ শেকড়, বাহারচরা, বাঁশখালা একতা সংঘ, বাহারচরা, উই ফর য়্যু, কাথরিয়া, চতুষ্কোণ, পুইছড়ি, খানখানাবাদ যুব উন্নয়ন পরিষদ, আল কুরআন একাডেমি, রতœপুর, পূর্ব কাথরিয়া স্বপ্নসিঁড়ি কাব,কাথরিয়া, বোঁচা ফকির স্মৃতি সংঘ, বাহারচরা, দক্ষিণ ইলশা আলোকবর্তিকা, বাহারচরা, বরুমছড়া জাগরণী, পুকুরিয়া, ১নং পাড়া সমাজ উন্নয়ন সংস্থা, ছনুয়া ও দীপশিখা পাঠাগারকে এ চারা বিতরণ করা হয়।

চারা বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন ও কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন আবহাওয়াবিদ আবুল মনসুর, ইউপি সদস্য এনামুল হক, সমাজসেবক আবদুল্লাহ, বাঁশখালা একতা সংঘের সভাপতি রিয়াদ ও সেক্রেটারি রোকন মোহাম্মদ আবদুল্লাহ,বিদ্যাবাড়ি পাঠাগারের কর্মকর্তাগণ। অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জলবায়ুু পরিবর্তনের ফলে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে, তাই নিজ নিজ অবস্থান থেকে বনায়ন করার আহবান জানান। উল্লেখ্য ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এর মাধ্যমে দশ হাজার করে চারাগাছ বিতরণ করে আসছেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ