শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দক্ষিণ বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশ বাঁশখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীতে আগুনে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে পিপি রাজ্জাকের ত্রাণ সহায়তা বাঁশখালীতে আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁশখালীর বাহারছড়ায় ছাত্রদলের সমাবেশ বাঁশখালী‌তে উত্তর জলদী সূর্য উদয় ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী গণেশ চতুর্থী উদযাপন মাকে সাথে নিয়ে শিক্ষা জীবনের বিদায় সন্মাননা নিলেন প্রধান শিক্ষক প্রনব সিকদার বাঁশখালী আসন ঐক্যবদ্ধ হয়ে পুনরুদ্ধার করবো বিএনপি নেতা ইদ্রিস মিয়া জাতীয় পর্যা‌য়ে মেট ক্লা‌বের উ‌দ্বোধন কর‌লেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন শিক্ষার্থীদের রাস্তার দু,পাশে দাঁড় করিয়ে ফুলের পাঁপড়িতে সন্মাননা নিলেন সভাপতি

বেকাকিং ক্লাসে অনলাইন ও অফলাইনে শিখুন রকমারি কেক তৈরি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১২৮৪ জন পড়েছেন

ঘরোয়া পরিবেশে যে কোন স্বাস্থ্য সম্মত খাবার, জন্মদিন,বিবাহ বার্ষিকী ও যে কোন অনুষ্টানের রকমারি কেক যে কারো পছন্দ । আর সেদিক বিবেচনা করে বেকারি স্টাইলে কুপার্স কেক ও বেকারী স্টাইলে স্পন্জ কেক এবং পাউন্ড কেক – বিজনেস কাস শুরু হচ্ছে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে ।
অনেক শুভাধায়ীদের আহবানে এই কোর্স টি আয়োজন করা হলো। যারা অফলাইনে করতে চান তারা । একেবারে বেকিং-এ যারা নতুন তাদের জন্য বেকিং এর হাতে খড়ি। (অ-ত) শেখানো হবে এই বেসিক বেকিং কোর্সে। এই কের্সে বেকারী স্টাইলের সব ধরনের কেকের বেসিক শিখিয়ে দেওয়া হবে। ক্লাস হবে চট্টগ্রামের জামাল খানে ১৪ ও ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে ,দুপুর ৩ টা থেকে সন্ধা ৭ পর্যন্ত । এ ক্লাস করার জন্য করতে হবে রেজিস্ট্রেশন । আর রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সম্পূর্ন ঠিকানা পাওয়া যাবে ।
ক্লাসে যা যা সেখানো হবে তা হলো, ব্লাক ফরেস্ট কেক উইথ চকলেট গানাশ মেকিং, মোকা কেক, স্ট্রবেরী কেক উইথ মিরর গ্লেইস, অরেঞ্জ কেক উইথ অরেঞ্জ ফিলিং, বেকারী স্টাইলে ভ্যানিলা স্পন্জ কেক ,বেকারী স্টাইলে পাউন্ড কেক ,বেকারী স্টাইলে মাফিন কেক / কাপ কেক, শাহিনিং মিরর গ্লেইস ডেকোরেশন ,গানাশ দিয়ে কেক ড্রিপিং টেকনিক, হুইপ ক্রিম মেকিং ১০০% স্টিফ, কেক স্মোথিং, নজেলের ব্যবহার,ক্রিমে কালার মিক্সিং এবং সেটার ব্যবহার, কেক সেলিং, প্রাইজ নিয়ে আলোচনা ও পাউন্ডের হিসাব বুঝিয়ে দেওয়া হবে।, কেক এবং ক্রিম সংরক্ষন পদ্ধতি নিয়ে আলোচনা, লিখিত রেসিপি সিট দেওয়া হবে ,প্রয়োজনীয় উপকরনের ছবি, দাম এবং কোথায় পাওয়া যায় তা বলে দেওয়া হবে। যারা অনলাইনে ক্লাস করবেন তাদের গ্রুপে রেসিপি পোষ্ট করে দেওয়া হবে। যেভাবে অনলাইনে ক্লাস নেওয়া হবে
একটি সিক্রেট গ্রুপ থেকে সরাসরি লাইভ কাস নেওয়া হবে। ক্লাসে জয়েন করার পরে আপনি কাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার প্রশ্ন থাকলে কমেন্ট করবেন বা সরাসরি ফোন করবেন তার উত্তর দেওয়া হবে। এছাড়া লাইভ চলাকালীন সময়ে আপনি কাসে জয়েন করতে না পারলে আপনি আপনার সুবিধামত সময়ে লাইভটি দেখে নিতে পারবেন । লাইভটি প্রাইভেট গ্রুপে সেভ করা থাকবে। আপনারা যারা এটা করার জন্য আগ্রহী তারা পুরো পোস্টটি ভালো করে পড়ে নিশ্চিত হয়ে ইনবক্সে নক করে বা কল করে রেজিস্ট্রেশন করবেন। পেমেন্ট করার নাম্বার -০১৭৩২৪৪৯৭১৩ (পারসোনাল বিকাশ নাম্বার)। যারা অনলাইনে ক্লাস করবেন তারা সম্পূর্ন পেমেন্ট বিকাশ করে বিকাশ নাম্বারের লাস্ট ৪ টি সংখ্যা এবং আপনার নাম ও কন্টাক নাম্বার পেইজে ইনবক্স করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। যারা অফলাইনে কাস করবেন তারা ৫০% কোর্স-ফি বিকাশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন ॥ আসুন ঘরে বসে শিখে নিন পরিবারের বিশেষ দিনের বিশেষ কেক সহ প্রয়োজনীয় খাবার সামগ্রী তৈরি ।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ