চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লেয়াকত আলী এবং দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরী কনিষ্ট পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দু,জনই বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। কিন্ত দল থেকে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার মনোনয়ন নিশ্চিত করলে চেয়ারম্যান মোঃ লেয়াকত আলী স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষনা দেন। এরই মধ্যে দু,জনই আলাদা সভা সমাবেশ শুরু করলে ও কেউ কারো সাথে সরাসরি দেখা কিংবা কথা বলার সুযোগ হয়ে উঠেনি। গতকাল শুক্রবার গন্ডামারায় বিএনপি নেতা হালিম খানের পিতার মেজবানে দু,জনই সেখানে উপস্থিত হলে চেয়ারম্যান লেয়াকত আলীকে সালাম বিনিময় করেন বিএনপি’র মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। সেখানে উপস্থিত কর্মী সুত্রে এ বিষয়ে জানা গেলে ও তাদের মধ্যে তেমন কোন কথা হয়নি বলে স্থানীয় কর্মী সুত্রে জানা যায় ।

Leave a Reply