বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কালীপু‌রে ঋষি অদ্বৈতানন্দ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আসছেন চরমোনাই পীর র‌বিবার, আ‌য়োজক‌দের সংবাদ সম্মেলন বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি হ‌লেন এড‌ভো‌কেট আশরাফ হোসেন চৌধুরী বাঁশখালীতে এস.এস.সি,তে জিপিএ ৫ পেয়েছে ১৮৫ জন,দাখিলে ১৫ জন শাহ বদিউল আলম অবিভক্ত ভারতের অন্যতম প্রাণপুরুষ – মাহমুদুল ইসলাম চৌধুরী বাঁশখালীর ঋষিধামে স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের তিরোধান বার্ষিকীর সভা বাঁশখালীতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক শাখার অভিষেকও আলোচনা সভা বাংলাদেশ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নোভেল ভট্টাচার্য্য বাঁশখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বাঁশখালীর শীলকুপ মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের কমিটি গঠিত

চট্টগ্রামে অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৬৬ জন পড়েছেন

চট্টগ্রামের শেরশাহ এলাকায় সুষেন বড়ুয়া ছোটন, পুরবী বড়ুয়া সহ পরিবারের সদস্যদের আয়োজনে অষ্টপরিস্কার সহ সংঘদান ও জ্ঞাতি ভোজন শুক্রবার সকালে অনুষ্টিত হয়। বাঁশখালীর সরলের কাহারঘোনা গ্রামের প্রয়াত উপাসক সতীশচন্দ্র বড়ুয়া, উপাসিকা সংঘমিত্রা বড়ুয়া,প্রয়াত উপাসিকা দ্বীপ্তি রাণী বড়ুয়া, উপাসক কুশা বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ কামনায় এবং পরলোকগতজ্ঞাতিদের পূণ্যস্মৃতি স্মরণে আয়োজিত অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্টান চট্টগ্রামের কাতালগঞ্জ নবপন্ডিত বিহারের অধ্যক্ষ ধর্মদুত প্রফেসর ড. উপানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ড.বুদ্ধপাল মহাথেরো, এতে প্রধান ধর্মদেশক ছিলেন রাঙ্গামাটি রাজবন বিহারের পরমপুজ্য বনভান্তের শিষ্য ও সুদেশক মেত্তাবংশ মহাথেরো। মূখ্য আলোচক ছিলেন বিদর্শনাচার্য এস.শাসনবংশ মহাথেরো, প্রধান জ্ঞাতি ছিলেন জ্ঞানালংকার মহাথেরো। এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পুর্ব ইদিলপুর পূর্ণানন্দা বিহারের অধ্যক্ষ দেবকীর্তি ভিক্ষুও স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাহিত্যিক জিতেন্দ্র লাল বড়ুয়া,এতে আলোচনায় অংশ নেন সমাজসেবা কর্মকর্তা মিন্টু বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রীতিশ রঞ্জন বড়ুয়া, অমরেশ বড়ুয়া ছৌধুরী,শুক্লা বড়ুয়া, বনরুপ বড়ুয়া অমি, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক প্রকাশ বড়ুয়া,ফনিন্দ্র লাল বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া,মিলন বড়ুয়া, অপু বড়ুয়া বাবুন, সুষেন বড়ুয়া ছোটন, তপু বড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
এ সময় প্রাতিষ্ঠানিক এসিদান,অষ্টপরিস্কার সহ সংঘদান ও জ্ঞাতি ভোজন শেষে সুষেন বড়ুয়া ছোটন, পুরবী বড়ুয়ার দু,কন্যা সন্তান প্রিয়সী বড়ুয়া সুপ্তা ও পুতুল বড়ুয়া সৃষ্টির কর্ণচ্ছেদন অনুষ্ঠানের সামাজিক অনুষ্টান অনুষ্টিত হয়। এ সময় আয়োজক সুষেন বড়ুয়া ছোটন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায়: ইন্টাঃ আইটি বাজার
kallyan
error: Content is protected !!