সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী‌তে উত্তর জলদী সূর্য উদয় ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী গণেশ চতুর্থী উদযাপন মাকে সাথে নিয়ে শিক্ষা জীবনের বিদায় সন্মাননা নিলেন প্রধান শিক্ষক প্রনব সিকদার বাঁশখালী আসন ঐক্যবদ্ধ হয়ে পুনরুদ্ধার করবো বিএনপি নেতা ইদ্রিস মিয়া জাতীয় পর্যা‌য়ে মেট ক্লা‌বের উ‌দ্বোধন কর‌লেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন শিক্ষার্থীদের রাস্তার দু,পাশে দাঁড় করিয়ে ফুলের পাঁপড়িতে সন্মাননা নিলেন সভাপতি বাঁশখালীর শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা বাঁশখালীতে ইপসার উদ্যোগে কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত ১১বছর পর আবা‌রো অধ্যক্ষ হিসা‌বে দা‌য়িত্ব গ্রহন মুহাম্মদ জহিরুল ইসলামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা বাঁশখালীর সাধনপুর পল্লী মঙ্গল সমিতির শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জাতীয় পর্যা‌য়ে মেট ক্লা‌বের উ‌দ্বোধন কর‌লেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৭৯ জন পড়েছেন

জাতীয় পর্যায়ে উদ্বোধন হলো মেট ক্লাবের উ‌দ্বোধনী অনুষ্টান মঙ্গলবার ১৯ আগস্ট ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনু‌ষ্টিত হয় । অনুষ্টা‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ সরকা‌রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো আশরাফ উদ্দিন। এ সময় অ‌তি‌থি ছি‌লেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, মো. মোমেনুল ইসলাম, পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি); নাহিদ সুলতানা মল্লিক, যুগ্ম সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; রাইস এর কান্ট্রি প্রোগ্রাম লিড রাইহানুল হক খান, পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার মো. সাজ্জাদ হোসেন, হিউম্যানিটারিয়ান ডিরেক্টর মোস্তাক হোসেন, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ‘র পরিচালক ( সোশ্যাল ডেভেলপমেন্ট) মিসেস নাছিম বানু, জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি এবং এসকেএস ফাউন্ডেশনের এসকেএস এন্টারপ্রাইজ প্রধান মো. আবু সাঈদ। এ সময় দে‌শের উপ‌জেলা পর্যা‌য়ে প্রথম মেট ক্লাব স্থাপনকা‌রি শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রামের ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যাললের মেট ক্লাব সদস্যদের পরিবেশনায় মঞ্চস্থ হয় বিশেষ নাটক ‘পাহাড়তলী গাঁয়ের গল্প’। অনুষ্ঠা‌নে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ‘র প‌ক্ষে সন্মাননা গ্রহন ক‌রেন পরিচালক(সোশ্যাল ডেভেলপমেন্ট) মিসেস নাছিম বানু সহ অন‌্যান‌্য কর্মকর্তারা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ( বিএমডি), আঞ্চলিক সমন্বিত বহুমুখী ঝুঁকি পূর্বাভাস ব্যবস্থা (রাইমস), সেভ দ্য চিলড্রেন, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ( ইপসা) জাগো নারী, এসকেএস ফাউন্ডেশন অনুষ্ঠানটি জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে মেট ক্লাব মডেলকে অন্তর্ভুক্ত করার পক্ষে জোরালো বার্তা দিয়েছে। এতে অংশ নেয় ঢাকা ও চট্টগ্রামের মেট ক্লাব সদস্যরা, সরকারি প্রতিনিধি, উন্নয়ন ও মানবিক সংস্থা এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহন ক‌রেন।
প্রধান অতিথির বক্ত‌ব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন ব‌লেন, প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন বলেন এই ব্যাতিক্রমে আয়োজনে আমি সত্যিই অভিভূত, আমি বিশ্বাস করি মেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা আবহাওয়া ও দুর্যোগ সচেতনতা বিষয়ক জ্ঞান অর্জন করবে এবং কমিউনিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে, তিনি আরো বলেন ভবিষ্যত পৃথিবীতে ২টি বিষয় খুববেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একটি হলো এ আই ‘র ব্যবহার অন্যটি লিডারশীপ। এই কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে লিডারশীপ দক্ষতা খুব ভালোভাবেই তৈরি হবে সেটি নিশ্চিত করে বলা যায়, তিনি চট্টগ্রামের শিক্ষার্থীদের নাটকের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন ,এই উদ্যোগটি নিঃসন্দেহে সময়োপযোগী ও বিজ্ঞান ভিত্তিক চেতনার উন্মেষ ঘটিয়েছে। বাংলাদেশের মতো দুর্যোগ-প্রবণ দেশে ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি, বজ্রপাত, খরা, পাহাড়ধস প্রায়শই আমাদের জীবনে মারাত্মক বিপর্যয় ডেকে আনে। এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যদি আগাম পূর্বাভাস বুঝতে শিখে এবং সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারে তাহলেই ভবিষ্যতে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব। কেননা আজকে যারা শিশু কিংবা কিশোর-কিশোরী তারাই আগামাদিনে নেতৃত্ব দেবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমরা আবহাওয়া বিষয়ক জ্ঞান অর্জন করো, আগাম সতর্কতা সম্পর্কে ভালো ভাবে জানতে শিখো এবং তা সকল শিক্ষার্থী, পরিবার, প্রতিবেশী এবং কালক্রমে সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। যেকোনো ধরণের দুর্যোগ মোকাবিলায় এইজাতীয় উদ্ভাবনী চিন্তা, পরিবেশ সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতির দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্টা‌নে বাঁশখালীর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ‌কেএম মঈন উ‌দ্দিন ও চট্টগ্রামের ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যাললের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম নি‌জে‌দের অ‌ভিমত ব্যক্ত ক‌রেন ।
উ‌ল্লেখ্য,বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশ কিশোর-কিশোরী (বয়স ৫-১৮ বছর)। এ বিবেচনায় কিশোর কিশোরী নেতৃত্বাধীন ঝুঁকি ব্যবস্থাপনা মডেলকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে শিশু ও কিশোর নেতৃত্বাধীন আগাম সতর্কতা ও আবহাওয়া পর্যবেক্ষণকে সামনে আনা, মেট ক্লাবের জাতীয় সম্প্রসারণকে উৎসাহিত করা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় উদ্ভাবনী কার্যক্রমে অংশীদারিত্ব জোরদার করা, শিশুদের নেতৃত্বাধীন সর্বোত্তম অনুশীলনকে অনুপ্রাণিত করা এবং তাদের পরিবর্তনের সক্রিয় এজেন্ট হিসেবে স্বীকৃতি প্রদান। শিশু ও কিশোর-কেন্দ্রিক এই অনুষ্ঠান উদ্বোধন করা হয় শিশুদের তৈরি করা আবহাওয়া বিষয়ক সরঞ্জামের প্রদর্শনী দিয়ে। অনুষ্ঠানে আরও ছিল আবহাওয়া বুলেটিন প্রদর্শনী, দলগত সহযোগিতা কার্যক্রম, প্যানেল আলোচনা, আবহাওয়া অধিদপ্তরের বর্তমান পূর্বাভাস পদ্ধতি নিয়ে উপস্থাপনা এবং ভবিষ্যতে মেট ক্লাবকে এগিয়ে নেওয়ার করণীয় নিয়ে আলোচনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ