সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী‌তে উত্তর জলদী সূর্য উদয় ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী গণেশ চতুর্থী উদযাপন মাকে সাথে নিয়ে শিক্ষা জীবনের বিদায় সন্মাননা নিলেন প্রধান শিক্ষক প্রনব সিকদার বাঁশখালী আসন ঐক্যবদ্ধ হয়ে পুনরুদ্ধার করবো বিএনপি নেতা ইদ্রিস মিয়া জাতীয় পর্যা‌য়ে মেট ক্লা‌বের উ‌দ্বোধন কর‌লেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন শিক্ষার্থীদের রাস্তার দু,পাশে দাঁড় করিয়ে ফুলের পাঁপড়িতে সন্মাননা নিলেন সভাপতি বাঁশখালীর শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা বাঁশখালীতে ইপসার উদ্যোগে কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত ১১বছর পর আবা‌রো অধ্যক্ষ হিসা‌বে দা‌য়িত্ব গ্রহন মুহাম্মদ জহিরুল ইসলামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা বাঁশখালীর সাধনপুর পল্লী মঙ্গল সমিতির শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জেলায় শ্রেষ্টত্ব অর্জনকারি ফুটবল ও কাবাড়ি দলকে বাঁশখালী প্রশাসনের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০৪ জন পড়েছেন

বাঁশখালী উপজেলা প্রশাসন এর উদ্যোগে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতায় অঞ্চল রানার্স আপ বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় কাবাডি দল এবং বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন সরলের ৬৪ নং জালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবল খেলোয়াড়দেরকে সংবর্ধিত করা হয়। মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর)সকালে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন ক্রীড়াঙ্গনে বাঁশখালীর সুনাম রয়েছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জালিয়াঘাটা সপ্রাবি ও বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় আমাদেরকে গৌরবান্বিত করেছে। উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে আগামীতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবো। ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতযোগিতায় দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় কাবাডিতে অঞ্চল পর্যায়ে রানারআপ। দলটি বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে পটিয়া উপজেলা, ডাবলমরিং থানা, পাহাড়তলী থানা ও চাঁন্দগাও থানাকে পরাজিত করে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উপ- অঞ্চল পর্যায়ে কক্সবাজার জেলাকে ও রাঙ্গামাটি জেলা কে পরাজিত করে উপ- অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অঞ্চল পর্যায়ে সিলেট উপ অঞ্চল কে হারিয়ে ফাইনালে কুমিল্লা কাছে পরাজিত হয়ে রানারআপ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আহমদ ছফা,বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককেএম মঈন উদ্দিন , বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, ওলামালীগের সভাপতি মাওলানা আক্তার, ক্রীড়া সংগঠক মনজুর আলম, মোঃ আইজাজ সানি, আবদুল খালেক, হামিদ খান, হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক রুবেল কুমার দে বলেন, ছেলেরা সুযোগ সুবিধা পেলে জাতীয় পর্যায়ে খেলােয়াড় হওয়ার সম্ভাবনা আছে। কুমিল্লা অঞ্চলের অবৈধ খেলোয়াড় এর বিপক্ষে কতৃপক্ষ আমাদের অভিযোগ বিবেচনায় নেয়নি। বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলায় খেলার যোগ্যতা অর্জন করে জেলা পর্যায়ে যথাক্রমে মিরসরাই মালিয়াশ সপ্রাবিকে ৪-০ গোলে, ফটিকছড়ি রাঙাপানি চা বাগান সপ্রাবি ট্রাইব্রেকারে ৪-২ গোলে, হাটহাজারী ফরহাদাবাদ সপ্রাবিকে ১-০ গোলে এবং পটিয়া সুচক্রদন্ডী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবৃরেকারে ৪-৩ গোলে পরাজিত করে জেলা পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বাঁশখালীর প্রতিনিধিত্বকারী দলটি এবার জেলার প্রতিনিধিত্ব করবে বিভাগীয় পর্যায়ে। প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ইউনুচ বলেন, আশা করছি ছেলেরা বিভাগীয় পর্যায়ে ভাল ফলাফল বয়ে আনবে। যারা আমাদেরকে আর্থিক, কায়িক ভাবে সমর্থন করেছে সবাইকে কৃতজ্ঞতা। তিনি আরো বলেন প্রশাসনের পক্ষ থেকে এমন সম্মাননায় ছেলেরা অনুপ্রানিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ