চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী ঋষিধামে দেশের একমাত্র আন্তর্জাতিক দ্বাবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৫জানুয়ারি) দুপুরে বাঁশখালী উপজেলা অফিসার্স কাব হল রুমে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বাঁশখালী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আবু সায়েদ রাইয়ান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত)শুধাংশু শেখর হালদার, শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, কুম্ভমেলা কমিটির আহবায়ক এডভোকেট অনুপম বিশ্বাস,সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকুল আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আতিকুর রহমান, ফায়ার সার্ভিস ইনচার্জ মো. মিজানুর রহমান, কালীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, কুম্ভমেলার কর্মকর্তা এড. ভূপাল কান্তি গুহ, চন্দন দাশ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এড. কাঞ্চন বিশ্বাস,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী শাখার সভাপতি অলক দাশ,ডা.আশীষ শীল, দীপক দত্ত, প্রদীপ কান্তি গুহ, ঝুন্টু কুমার দাশ,দোলন দাশ,অমল দেব সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, মেলা আয়োজক কমিটির সদস্য, ঋষিধাম সংশ্লিষ্ট প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশের একমাত্র ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ১৯৫৭ সাল থেকে প্রতি ৩ বছর অন্তর শুরু হয়ে এবার ২২তম আর্ন্তজাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা আগামী ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১দিনব্যাপী নানা ধর্মীয় কার্যাদির মাধ্যমে উদযাপন করা হবে। আয়োজক কমিটির কর্মকর্তারা জানান প্রতিবারের ন্যায় এবং ২৫/৩০ লক্ষ লোকের সমাগত হবে ঋষিকুম্ভ ও কুম্ভমেলাচলাকালীন সময়ে। এ উপলক্ষে ইতিমধ্যে পৃথক পৃথক সভা ও কমিটি গঠন করা হয়।
এদিকে বাঁশখালী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় কালে মেলা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, যানবাহন চলাচল ও দর্শনার্থীদের সুবিধা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্ন্যাসী ও ভক্তবৃন্দের নিরাপদ অবস্থান ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ আন্তর্জাতিক ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে একটি সুসমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় বাঁশখালীর ঋষিধাম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশ থেকে বিপুলসংখ্যক ভক্ত, সাধু-সন্ন্যাসী ও দর্শনার্থীদের আগমন করবে।

Leave a Reply