রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা

বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ জন পড়েছেন

বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহা শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে কয়েক সহ¯্রাধিক ভক্ত সুধীদের অংশগ্রহনে। ঐতিহ্যের আলোকে ভক্তি, ত্যাগ, সাধনা ও অদ্বৈত দর্শনের মহামিলন ঘটাতে শনিবার (২৪ জানুয়ারি) সকালে বাঁশখালী ঋষিধাম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মহা শোভাযাত্রায় দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্তবৃন্দ,সাধু-সন্ন্যাসী,ঋষি, যোগী ও ধর্মীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মহাশোভাযাত্রার উদ্বোধন করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। এছাড়া ১১ দিনব্যাপী দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে মঙ্গল আরতি ও জয়গান ও মঙ্গল আহ্বান,শ্রী শ্রী গুরু মহারাজের পূজা,বিনামূল্যে চিকিৎসাসেবা,গীতাপাঠ প্রতিযোগিতা, শ্রী শ্রী গুরু মহারাজের ভোগরাগ ও সমবেত প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ,ধর্মীয় সঙ্গীতাঞ্জলি, সন্ধ্যারতি ও সমবেত প্রার্থনা, বিশ্বকল্যাণে ভুবনমঙ্গল চন্ডীয”জ্ঞ ও রাতে মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম ছিল।
শোভাযাত্রাটি ঋষিধাম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়কে নিমকালী মন্দির হয়ে প্রদক্ষিণ শেষে পুনরায় ঋষিধামে এসে শেষ হয়। শোভাযাত্রা জুড়ে ছিল ধর্মীয় পতাকা, শঙ্খধ্বনি, কীর্তন, বৈদিক মন্ত্রোচ্চারণ, ঢাক-ঢোল ও আধ্যাত্মিক সংগীত, যা পুরো এলাকায় ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি করে।
মহাশোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে আর্শীবাদক ছিলেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি গুহের সঞ্চালনায় এক আলোচনায় ঋষি অদ্বৈতানন্দ পরিষদ সভাপতি দেবাশীষ পালিত,২২তম ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আহবায়ক এডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র্র শেখর মল্লিক, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, শ্রীগুরু সংঘ সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব,সহ-সভাপতি এডভোকেট ভূপাল গুহ,রাজীব সিংহ, দীপক দত্ত,এডভোকেট কাঞ্চন বিশ্বাস,এডভোকেট আশীষ চৌধুরী, অলক দাশ,ঝুন্টু কুমার দাশ,রাজীব গুহ, সুমন দেব,সুভাষ মল্লিক রায়, দোলন দাশ,রতন দেবনাথ, সঞ্জয় রক্ষিত,রনধীর দে প্রমূখ । পরে ধর্মীয় সংগীত পরিবেশন করেন দেশ বিদেশ থেকে আগত শিল্পীরা। এদিকে আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখার জন্য বাঁশখালী থানা পুলিশের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনী দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য দেশের একমাত্র ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ১৯৫৭ সাল থেকে প্রতি ৩ বছর অন্তর শুরু হয়ে এবার ২২তম আর্ন্তজাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১দিনব্যাপী নানা ধর্মীয় কার্যাদির মাধ্যমে উদযাপন করা হবে। আয়োজক কমিটির কর্মকর্তারা জানান প্রতিবারের ন্যায় এবং কয়েক লক্ষ লোকের সমাগত হবে ঋষিকুম্ভ ও কুম্ভমেলাচলাকালীন সময়ে। এ উপলক্ষে ইতিমধ্যে পৃথক পৃথক সভা ও কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ