বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে উপাসিকা সংঘমিত্রা বড়ুয়ার স্মরণে সংঘদান বাঁশখালীতে বাগীশিকের সম্মেলন ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমির সমাবেশ দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে প্রশাস‌নের প্রস্তু‌তিমূলক মত‌বি‌নিময় সভা বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা নিরাপত্তা ঝুঁকিতে বাঁশখালীর ১৩২০ মেগাওয়ার্ট এস.এস.পাওয়ার প্ল্যান্ট ! বাঁশখালী‌তে ইপসার উদ্যেগে ইন্টারপ্রেটার পুলের রিফ্রেশার ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং বাঁশখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন বাঁশখালীর জলদী ভাদালিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে মা সমাবেশ

বাঁশখালীতে আরকেকে’র শিক্ষা সামগ্রী বিতরণে আলোকিত মানুষ হওয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১২ জন পড়েছেন

রিস্সো কোসেই-কাই বাংলাদেশ(জাপানী বৌদ্ধ ধর্মীয় সংগঠন) এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী (স্কুল ব্যাগ,খাতা, কলম,পেন্সিল,রবার) বিতরণ করা হয়। বাঁশখালীর চাঁদপুর বেলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বুধবার সকালে চাঁদপুর বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিস্সো কোসেই-কাই বাংলাদেশের ব্রাঞ্চ প্রধান রেভারেন্ট মোরি মাসানোবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিস্সো কোসেই-কাই বাংলাদেশ এনজিও এর বোর্ড অব ডিরেক্টর দিলীপ বড়ুয়া,রিস্সো কোসেই-কাই বাংলাদেশের সহকারি ব্রাঞ্চ প্রধান ও জেনারেল ম্যানেজার কল্লোল বড়ুয়া, রিস্সো কোসেই-কাই বাংলাদেশের সহকারি ব্রাঞ্চ প্রধান ও এনজিও প্রকল্প কর্মকর্তা অনুজ বড়ুয়া, রিসসো কোসেই-কাই বাংলাদেশের হিসাব রক্ষক দিপলু বড়ুয়া, পুকুরিয়ার প্যানেল চেয়ারম্যান মো: ফরিদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রিস্সো কোসেই-কাই বাংলাদেশের বাঁশখালী শাখার সুনীন (এরিয়া লিডার) ও বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া। সহকারী লিডার প্রকাশ বড়ুয়ার সঞ্চালনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাঁশখালীর চাঁদপুর বেলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রেমানন্দ চৌধুরী, সাংবাদিক তাফহীমুল ইসলাম, শিক্ষিকা প্রথমা চৌধুরী প্রমুখ।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিস্সো কোসেই-কাই বাংলাদেশের ব্রাঞ্চ প্রধান রেভারেন্ট মোরি মাসানোবু বলেন,শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে পিতা মাতাকে শুভেচ্ছা ও শুভ সকাল বলে দিনের কার্যক্রম শুরু করতে হবে। পিতা মাতা ও শিক্ষকদের আদেশ উপদেশ মেনে এগিয়ে গেলে সত্যিকার অর্থে জীবনের লক্ষ্যে পৌঁছতে পরবে। তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান। উল্লেখ্য রিস্সো কোসেই-কাই বাংলাদেশ (বৌদ্ধ ধর্মীয় সংগঠন) এর এনজিও শাখার মাধ্যমে বিভিন্ন সমাজসেবা মুলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় বাঁশখালীর চাঁদপুর বেলগাঁও চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২শত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ