ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, আমীরুল মুজাহিদীন চরমোনাই পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) রোববার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগমন করছেন। তার আগমনকে ঘিরে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলা শাখা।
শনিবার (১২ জুলাই) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌর শাখার সভাপতি মাও মুহাম্মদ কলিম উল্লাহ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম, মাহফিল বাস্তবায়ন ও মিডিয়া উপ-কমিটির সমন্বয়ক এম. মোবারক হোসাইন আসিফ, জসীম উদ্দীন মিছবাহ, ইসলামী আন্দোলন বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মাওলানা এস. এম. ফয়জুল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা আবদুর রহমান, পৌর সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দীন রানা, ওলামা-মাশায়েখ- আইম্মা পরিষদের বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউনুস।
আয়োজকরা জানান, চরমোনাই পীর সাহেবের আগমন উপলক্ষে উপজেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া বন্ধুপ্রতিম বিভিন্ন ইসলামী সংগঠনও পীর সাহেবের আগমনকে স্বাগত জানিয়েছে।
তারা আরও জানান, চরমোনাই পীর বাঁশখালীতে এসে বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সাংগঠনিক সমাবেশে অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—যুব আন্দোলন বাঁশখালী শাখার সভাপতি মাওলানা রিদুয়ানুল হক, সহ-সভাপতি মাওলানা মামুনুল হক, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ ইয়াসিন, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি মো. ফয়সাল, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য হাফেজ শহীদুল্লাহ এবং মিডিয়া উপ-কমিটির সদস্য মাস্টার আনাস।