রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলীর মাজার জিয়ারতের মাধ্যমে গনসংযোগ শুরু বাঁশখালীতে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের গনসংযোগ বাঁশখালীতে গনসংযোগ কালে পাপ্পা,আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই বাঁশখালীর ওসি সাইফুল ইসলামকে প্রশাসনে বিদায় সংবর্ধনা বাঁশখালীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের সরকারি অনুদানের চেক বিতরণ বাঁশখালী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপল‌ক্ষে প্রদর্শনী ও আ‌লোচনা সভা বাঁশখালী মেট ক্লাব পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল জার্মান প্রতিনিধি দল প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ জেলা বিএনপির শ্রদ্ধা

বাঁশখালীতে আসছেন চরমোনাই পীর র‌বিবার, আ‌য়োজক‌দের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩৫১ জন পড়েছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, আমীরুল মুজাহিদীন চরমোনাই পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) রোববার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগমন করছেন। তার আগমনকে ঘিরে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলা শাখা।
শনিবার (১২ জুলাই) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌর শাখার সভাপতি মাও মুহাম্মদ কলিম উল্লাহ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য মাওলানা আনোয়ারুল ইসলাম, মাহফিল বাস্তবায়ন ও মিডিয়া উপ-কমিটির সমন্বয়ক এম. মোবারক হোসাইন আসিফ, জসীম উদ্দীন মিছবাহ, ইসলামী আন্দোলন বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মাওলানা এস. এম. ফয়জুল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা আবদুর রহমান, পৌর সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দীন রানা, ওলামা-মাশায়েখ- আইম্মা পরিষদের বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউনুস।
আয়োজকরা জানান, চরমোনাই পীর সাহেবের আগমন উপলক্ষে উপজেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া বন্ধুপ্রতিম বিভিন্ন ইসলামী সংগঠনও পীর সাহেবের আগমনকে স্বাগত জানিয়েছে।
তারা আরও জানান, চরমোনাই পীর বাঁশখালীতে এসে বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ-মাহফিল ও হালকায়ে জিকির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সাংগঠনিক সমাবেশে অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—যুব আন্দোলন বাঁশখালী শাখার সভাপতি মাওলানা রিদুয়ানুল হক, সহ-সভাপতি মাওলানা মামুনুল হক, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ ইয়াসিন, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি মো. ফয়সাল, মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য হাফেজ শহীদুল্লাহ এবং মিডিয়া উপ-কমিটির সদস্য মাস্টার আনাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ