বাঁশখালীতে ইপসার উদ্যেগে ইন্টারপ্রেটার পুলের সদস্যদের রিফ্রেশার ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে ১৫ সেপ্টেম্বর সকালে অনুষ্টিত হয় ।
জার্মান ফেডারেল ফরেন অফিস (GFFO)’র অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ‘র সার্বিক সহায়তায়, রাইমস এর কারিগরি সহায়তা এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা বাস্তবায়নাধীন “জিএফএফও- মাল্টি হ্যাজার্ড এন্টিসিপেটরি এ্যাকশন ইনিসিয়েটিভস ইন বাংলাদেশ” প্রকল্পের উদ্যোগে REFRESHER CAPACITY BUILDING TRAINING FOR INTERPRETER POOL(ইন্টারপ্রেটার পুলের জন্য রিফ্রেশার ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং) এ প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম । প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক আবদুর রহমান খান,রাইম্স এর
সিনিয়র প্রজেক্ট অফিসার (মেটিওরোলোজি) মুহাম্মদ তানজিলুর রহমান ।
উন্নয়ন কর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় প্রকল্পের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ইপসার প্রজেক্ট অফিসার মাহিনুর আক্তার,ইপসার প্রজেক্ট অফিসার (মেইল) শাহরিয়ার আলম। এ সময় এনজিও কর্মকর্তা শোভা রাণী ধর, সাধনপুরের ইউপি সদস্য করুনাময় ভট্রাচার্য,পুকুরিয়ার ইউপি সদস্য হাবিবুর রহমান মিঞা, কালীপুরের ইউপি সদস্য মোঃ লোকমান,ধর্মীয় নেতা রনজন ভট্রাচার্য,ইপসার সহকারি প্রজেক্ট অফিসার রিয়াজ উদ্দিন তালুকদার,ইপসার সহকারি প্রজেক্ট অফিসার মুহাম্মদ এলামুল ইসলাম, শিক্ষক, এফ এফ মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আহসান ইমতিয়াজ সহ সিভিল সোসাইটি, কমিউনিটির প্রতিনিধিসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন ।
প্রশিক্ষণে দুর্যোগের পুর্ব প্রস্তুতি সহ ইউনিয়ন পর্যায়ে ইন্টারপ্রেটার পুলের সদস্যদের সার্বিক করণীয় বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন ।
Leave a Reply