চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলাধীন বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৬নং ওয়ার্ডস্থ সূর্য উদয় ক্লাবের উদ্যোগে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সার্বজনীন শ্রী শ্রী গণেশ পুজা উদযাপন করা হয়। বুধবার দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল এতে সকালে শ্রীচন্ডীপাঠ, দুপুরে শ্রীমদ্ভগবদগীতাপাঠ প্রতিযোগিতা, বিকালে ধর্মীয় সংগীতানুষ্ঠান, সন্ধ্যায় আরতি ও রাতে মহতী ধর্মসভা এবং ধর্মীয় নৃতানুষ্ঠানের মাধ্যমে সাত্ত্বিকভাবে শ্রী শ্রী গণেশ চতুর্থী পালন করা হয়।
এতে”বর্তমান প্রজন্ম ও আগামী প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নীতিনৈতিকতা জ্ঞান চর্চার আলোকে গড়ে তোলার প্রয়াসে শ্রী গণেশ পূজায় মহতী ধর্মসভার আয়োজন করা হয়”।
উক্ত মহতী ধর্ম সভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন কেন্দ্রীয় অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের উপাধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ, প্রধান অতিথি হিসেবে ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি পুলক চৌধুরী, প্রধান বক্তা হিসেবে ছিলেন কবি ও সাহিত্যিক স্বপন কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন হিসেবে ছিলেন বাঁশখালী পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব দাশ, বাঁশখালী পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ,বাঁশখালী আদালত প্রাঙ্গণের পরিচিত মুখ এডঃ শ্রীকন্ঠ বিশ্বাস, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনুপ্রভা ধর,বিশিষ্ট ধর্মানুরাগী লব কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু দাশ সাজিৎ, সংগঠনের উপদেষ্টা বিকাশ আচার্য্য, ডাঃ আর, কে দাশ(রিটন), বাঁশখালী শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুজন দেব, আমরা সবাই সনাতনী সংগঠন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক অধীর শীল, বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সভাপতি সাগর কান্তি সুশীল, সাধারণ সম্পাদক শিক্ষক ঋত্বিক দাশ ও সহ-সাধারণ সম্পাদক অনুপম কান্তি দেব প্রমুখ।
এসময় বক্তারা বলেন শ্রী গণেশ হচ্ছে মাতৃ ভক্ত দেবতা যার আরাধনায় প্রত্যেক মাতাপিতার প্রতি প্রত্যেক সন্তানের শ্রদ্ধা,ভক্তি অনন্য উদাহরণের দায়িত্ববোধ শেখায়।
Leave a Reply