জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেবেন এডভোকেট আরিফুল হক তায়েফ। শুক্রবার গণঅধিকার পরিষদ এর সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র ও প্রত্যয়ন পত্র আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। এডভোকেট আরিফুল হক তায়েফ কে জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসন ২৯৩ চট্টগ্রাম-১৬ বাঁশখালীতে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা প্রদান করে। বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫নং ওর্য়াড এ জন্মগ্রহনকারি এডভোকেট আরিফুল হক তায়েফ পিতা মোক্তার আহমদ, মাতা মোকারমা বেগম এর ৬ ছেলে মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান। তাহার বড় বোন জান্নাতুল ফেরদৌস লাকি শীলকূপ ইউনিয়নের নির্বাচিত মহিলা জন প্রতিনিধি ও প্যানেল চেয়ারম্যান।
এডভোকেট আরিফুল হক তায়েফ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি(অর্নাস)ও এল.এল.এম (মাস্টার্স) সম্পূর্ণ করে বর্তমানে বার এট. ল(ব্যারিস্টার) অধ্যয়নরত।এডভোকেট আরিফুল হক তায়েফ রাজনীতির পাশাপাশি একজন সমাজ ও মানবাধিকার কর্মী হিসেবে চট্টগ্রাম জজ কোর্টে নিয়মিত আইন পেশায় কর্মরত। এডভোকেট আরিফুল হক তায়েফ বর্তমানে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সকলের দোয়া কামনা করেন তিনি।

Leave a Reply