চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করছি, তিনি বলেন আমার মরহুম আব্বা জাফরুল ইসলাম চৌধুরী সবচেয়ে বেশী এই ছনুয়া উকূলীয় অঞ্চলের উন্নয়ন নিয়ে চিন্তা করতেন। ঘুর্ণিঝড় কিংবা যে কোন দুর্যোগে আপনাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী রেজা সাহেবের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন। আমার আব্বা এসব কাজে আমাকে সবসময় পাশে রাখতেন। আমার অভিভাবক আপনাদের প্রিয় নেতা জাফরুল ইসলাম চৌধুরী আজ নেই। আপনারাই আমার অভিভাবক। আমি নেতা নয় আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। দীর্ঘ ১৭বছরের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হলে এবং বিএনপির সরকার প্রতিষ্ঠা করতে আপনাদের মহামূল্যমান রায় ধানের শীষে ভোট চাই। তিনি বাঁশখালীর সর্বদক্ষিণের ইউনিয়ন ছনুয়ায় গনসংযোগ ও পথসভায় একথা বলেন ।
ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবীর সভাপতিত্বে গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। গণমিছিলটি ছনুয়া মনু মিয়াজি বাজার হতে শুরু হয়ে মাতব্বর পাড়া, পচ্চিম খুদুক খালী বালি পুকুরপাড় হয়ে আব্দুল্লাহর দোকানে গিয়ে পথসভায় মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমেদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, যুবদল নেতা এপিপি এডভোকেট শওকত ওসমান,শীলকুপের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ছনুয়ায় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বোরহান উদ্দীন মিজান মিয়া, সাবেক সদস্য সচিব তোফায়েল আহমেদ,বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুস সুবুর, ছনুয়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী শাহ আলম, জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ তৈয়ব, নাজমুল হক, উপজেলা যুবদল নেতা জুনায়েদ সিকদার, বিএনপি নেতা মামুন, আমান উল্লাহ যুবদল নেতা মনজুর, স্বেচ্ছাসেবক দল নেতা হোসাইন, আবু হানিফ আইমন, মোহাম্মদ কপিল, সাজ্জাদুল হক চৌধুরী, ছাত্রদল নেতা আতিক, নুরুন্নবী, ছাত্রদল নেতা কাইছার আহমদ, মোহাম্মদ রায়হান ও তানজিল প্রমূখ।

Leave a Reply