বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ বাঁশখালী বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুক্রবার অনুষ্ঠিত হয়। বাঁশখালীর নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত সমাবেশে
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লেয়াকত আলী। পুইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার ফয়জুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানের সঞ্চালনা করেন পুইছড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ কায়কোবাদ। এ সমাবেশে
শীলকুপ,চাম্বল,ছনুয়া,শেখেরখীল,পুঁইছড়ি ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লেয়াকত আলী বলেন,বিগত দিনে দলের কার্যক্রম চালিয়ে নিতে গিয়ে বারবার জেল জুলুমের শিকআর হয়েছি। আগামীতে ও দলের সকল কর্মসুচী বাস্তবায়নে অপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিয়ে দলকে এগিয়ে যাওয়ার আহবান জানান।
Leave a Reply