বাঁশখালীর সরলে হোসন ফকিরের মাজার জিয়ারত ও মসজিদে জুমার নামাজ আদায়ের পর নির্বাচনী প্রচারণা শুরু করেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লেয়াকত আলী। বিএনপি মনোনয়ন বঞ্চিত হয়ে দীর্ঘ সময় তার সমর্থিত কর্মীরা মশাল মিছিল ,গনসমাবেশ সহ নানা কর্মসুচী পালন করেন। সর্বশেষ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষনা দিয়ে শুক্রবার থেকে গনসংযোগ শুরু করেন।
চেয়ারম্যান লেয়াকত আলী জুমার নামাজ আদায় পরবর্তী সরল-গন্ডামারা ইউনিয়ন সীমান্ত এলাকায় অবস্থিত হযরত হোসাইন শাহ (রা.)এর মাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল শেষে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেন।
গণসংযোগে বিকেলে আসরের নামাজ আদায় পরবর্তী কালীপুর ইউনিয়নের বিভিন্ন আউলিয়ার কেরামের মাজার জেয়ারত এবং মাগরিবের নামাজ পরবর্তী বাহারছড়া ইউনিয়ন মাইজপাড়া এলাকা ও এশারের নামাজ পরবর্তী মধ্যম ইলশায় গণসংযোগ সহ ঐতিহাসিক বকসী হামিদ মাজার জিয়ারত ও মসজিদে নামাজ আদায় করার কথা জানান।

Leave a Reply