চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম সাধনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে গণসংযোগ করেন। তিনি সকাল থেকে রাত অবধি সাধনপুর ইউনিয়নের একাধিক মহিলা সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দিনব্যাপী গণসংযোগ ও মহিলা সমাবেশ শেষে সন্ধ্যায় দোয়ারি পাড়া কাঁচা বাজার রাস্তার মাথা এলাকায় নির্বাচনী সভা ও মাওলানা রফিউল করীম সাহেবের বাড়ির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন সমৃদ্ধ, মডেল বাঁশখালী বিনির্মাণে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয় জনসাধারণ সংসদ সদস্য প্রার্থীর কাছে স্থানীয় বিভিন্ন সমস্যার কথা জানালে তিনি সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে দাঁড়িপাল্লা মার্কা ভোট দেওয়ার আহবান জানান ।

Leave a Reply