চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী ওএসএসসিতে জিপিও ৫ প্রাপ্তদের সংবর্ধনা শনিবার বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালী সরকারি আলাওল কলেজে হলরুমে বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনীর সভাপতিত্বে অনুষ্টানে অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন রাঙ্গামাটির জেলা দায়রা জজ মোঃ মাহবুবুর রহমান ,চট্টগ্রাম অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এর ডা: মোঃ মোস্তাফিজুর রহমান, সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:ফজলে এলাহী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, শিক্ষানুরাগী মোঃ জাকির হোসেন,জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আনোয়ারুল আজিম, উপদেষ্টা আজগর হোসেন, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম হেলাল, মুফিজুর রহমান, আমির হোসেন, আমিনুল ইসলাম হাবিবুর রহমান প্রমুখ।্
ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান নির্দেশক এন.এম নাছির উদ্দীনের সঞ্চালনায় এ সময় আলোচনায় অংশ নেন ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান সমন্বয়ক জিয়াউল হাসান হোসাইনী, মুখপাত্র এটিএম কপিল উদ্দিন, ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি ওসমান গনি মুজাহিদ, সহ সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক মোঃ রিদুয়ান, সংগঠনের দায়িত্বশীল তাফহিমুল হিমু, আতিক মানিক,আমিনুর রহমান, মো: ইউসুফ, রিফাদুল ইসলাম,শোয়াইবুল ইসলাম সহ সংগঠনের তথ্য ও মিড়িয়া সেলের প্রধান সাংবাদিক মো: জসীম উদ্দিন সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফ্রেন্ডশিপ সোসাইটির প্রত্যেকটা সদস্যকে যাদের অকান্ত পরিশ্রমের মাধ্যমে অনেক সুন্দর ও পরিছন্ন অনুষ্টান উপহার দিযেছে। অংশগ্রহনকারি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামীতে ও এ ধারা অভ্যাহত রাখার জন্য সংগঠনের পক্ষ থেকে আহবান জানান ।
Leave a Reply