বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালীটি শুরু হয়ে বাঁশখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীপুর ইউনিয়ন পরিষদের মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির হিসাবে আলোচনায় অংশ নেন বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শওকত ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিয়া, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল কাদের চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট নাছির উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম আইয়ুব, অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক, উপজেলা বিএনপি নেতা আবু মুছা, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইমতাজুল হক জিল্লু, নুর হোসেন, কালীপুর ইউনিয়ন বিএনপি নেতা মেম্বার নুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম শাপলা, উপজেলা বিএনপি নেতা আবুল হাসেম, নুরুল আলম, আবদুল মোতালেব, মেম্বার এবাদুল হক, মেম্বার ইসমাইল, ওসমান গনি, মেম্বার গিয়াস উদ্দিন লুটু, শাহানেওয়াজ অভি, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, পৌরসভা যুবদলের আহবায়ক তমিজ উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আদিল, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার বাদশা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফরহাদুল ইসলাম, সদস্য এস এম তৈয়ব, মেম্বার মমতাজ উদ্দিন, মেম্বার শাহা জাহান, বাঁশখালী উপজেলা যুবদল নেতা মো. জয়নাল আবেদীন, যুবদল নেতা মামুনুর রশিদ, মোঃ মিজান, ওহেদুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিএনপি নেতা মহিউদ্দিন চৌধুরী জাহাঙ্গীর। যুবদল নেতা শওকত, মেম্বার ওসমান গনি, ফিরোজ তালুকদার, নাছির উদ্দিন, মেম্বার রমিজ উদ্দিন, পৌরসভা যুবদলের যুগ্ন আহবায়ক আবু বক্কর, নুরুল আলম, হেলাল উদ্দিন, আবদুল মালেক, সরওয়ার আলম, মোঃ মঈনুদ্দিন, শাহেদুল ইসলাম, রহিম, নেজাম, টিংকু দে, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফ, বেলাল মাহামুদ, মোঃ তারেক, জাহেদ হাসান তারেক, মঈনুদ্দীন যায়েদ, পৌরসভা ছাত্রদল নেতা খালেদ বিন জিহান, মাহবুবুল আলম বাবু, জামশেদ আলম মিনার, আব্দুল হক রুহিত, সাইফুল ইসলাম শাহেদ, ফাহিম, রাশেদুল ইসলাম, সুমন, শাহেদ, রুবেল, রফিক আহমদ, ফোরকান, মো. মহিউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির ভূমিকা অনস্বীকার্য। যতবারই এদেশে গণতন্ত্র গণতন্ত্র হোঁচট খেয়েছে ততবারই বিএনপি এ গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। তিনি আরও বলেন, বিএনপির একমাত্র শক্তি হচ্ছে জনগণ। কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়েও জনতার বিজয় অনিবার্য।
Leave a Reply