বাঁশখালীর সাধনপুরে মীর শায়খুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প গতকাল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব চিটাগাং রোজ গার্ডেন এবং লায়ন্স চেরিটেবল আই হসপিটাল চিটাগং এর যৌথ উদ্যোগে সাধনপুর মীর বাড়ি একটি ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয় । JECO ফাউন্ডেশন কানাডা এর আর্থিক সহায়তায় পরিচালিত এই শিবিরের আয়োজক ছিলেন মীর শায়খুল ইসলাম ফাউন্ডেশন । এই আয়োজনের প্রায় ৩০০ জন তৃণমূলের সাধারণ মানুষের নিকট চক্ষু সেবা প্রদান করা হয়। তন্মধ্যে ৫০ জন ক্যাটারেক্ট অপারেশনের রুগীদেরকে আগামী ১৫ই সেপ্টেম্বর তারিখে লায়ন চ্যারিটেবল আই হসপিটালে ফ্রি ছানি অপারেশন করা হবে। এ আয়োজনে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ চিটাগাং রোড গার্ডেনের সভাপতি ইনসাফি হান্না, রোটারিয়ান শায়লা মাহমুদ, পাভেল আল মামুন, হাবিবা সুলতানা, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মীর ইসফাকুল ইসলাম, ফাউন্ডেশন চেয়ারম্যান মীর শায়খুল ইসলাম , অধ্যাপক শহিদুল আলম চৌধুরী বুলবুল,মাস্টার সাইফুর রহমান, সহযোগী সংগঠন সোপান ও সহযোগী সংগঠন হযরত আবু বক্কর (রা) যুব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply