শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে উপাসিকা সংঘমিত্রা বড়ুয়ার স্মরণে সংঘদান বাঁশখালীতে বাগীশিকের সম্মেলন ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমির সমাবেশ দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে প্রশাস‌নের প্রস্তু‌তিমূলক মত‌বি‌নিময় সভা বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা নিরাপত্তা ঝুঁকিতে বাঁশখালীর ১৩২০ মেগাওয়ার্ট এস.এস.পাওয়ার প্ল্যান্ট ! বাঁশখালী‌তে ইপসার উদ্যেগে ইন্টারপ্রেটার পুলের রিফ্রেশার ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং বাঁশখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন বাঁশখালীর জলদী ভাদালিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে মা সমাবেশ

বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ জন পড়েছেন

বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে পুলিশের মতবিনিময় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাঁশখালী থানার উদ্যোগে এক মতবিনিময় সভা সোমবার সন্ধ‌্যায় বাঁশখালী থানার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। সেকেন্ড অফিসার মো. আরিফ হোসেনের সঞ্চালনায় এ সময় আ‌লোচনায় অংশ নেন রামদাশ মুন্সিরহাট পু‌লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী, বাঁশখালী থানার অফিসার ও ফোর্স, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের ঝুন্টু কুম‌ার দাশ, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, রনি সরকার, সন্ধ্যা রাণী দাশ সহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
সভায় পূজা মণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হয়।
ওসি সাইফুল ইসলাম পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, “পূজা চলাকালীন সময়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ প্রশাসন।” তিনি পূজা উদযাপন কমিটিকে সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান। এসময় প্রতিটি পূজা মণ্ডপের জন্য একটি করে রেজিস্টার সরবরাহ করা হয়, যেখানে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের ডিউটির তথ্য লিখে রাখা হবে। এছাড়া জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সরকারি নম্বর সম্বলিত ফেস্টুন বিতরণের ঘোষণা দেওয়া হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং পুলিশ প্রশাসন সেগুলোর সমাধানে আশ্বাস প্রদান করে। সভার শেষাংশে নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান । উ‌ল্লেখ‌্য এবার বাঁশখালীর পৌরসভা সহ ১৪ ইউ‌নিয়‌নে ৮৮‌টি পুজামন্ডপে সার্বজনীন দুর্গাপুজা অনু‌ষ্টিত হয়।
Kallyan

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ