বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে উপাসিকা সংঘমিত্রা বড়ুয়ার স্মরণে সংঘদান বাঁশখালীতে বাগীশিকের সম্মেলন ও গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমির সমাবেশ দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে প্রশাস‌নের প্রস্তু‌তিমূলক মত‌বি‌নিময় সভা বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা নিরাপত্তা ঝুঁকিতে বাঁশখালীর ১৩২০ মেগাওয়ার্ট এস.এস.পাওয়ার প্ল্যান্ট ! বাঁশখালী‌তে ইপসার উদ্যেগে ইন্টারপ্রেটার পুলের রিফ্রেশার ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং বাঁশখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কাউন্সিল সম্পন্ন বাঁশখালীর জলদী ভাদালিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে মা সমাবেশ

বাঁশখালীতে সহকারি শিক্ষিকা স‌বিতা সে‌নের রাজকীয় বিদায়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩৪৪ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩৫নং পূর্ব ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা “শ্রীমতি সবিতা সেন” এর অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ, তাঁর সহকর্মী ও এলাকাবাসী।
ফুলে সজ্জিত কার গাড়ি (মাইক্রোবাস) বহরে শিক্ষক শ্রীমতি সবিতা সেন কে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের গাড়ির পেছনে ও সামনে মোটরসাইকেল সহকারে শিক্ষকের বাড়ি পর্যন্ত যান। তাঁর প্রতি শিক্ষার্থী ও এলাকাবাসীদের ভালবাসা দেখে এ সময় শিক্ষক সবিতা সেন কে আবেগাল্পুত দেখা গেছে।
পূর্ব ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার বদরুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সহকারী শিক্ষক শ্রীমতি সবিতা সেন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা মিজানুল আলম। প্রাক্তন ছাত্র মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাঁশখালী উপজেলার সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুছ, মৌলানা নুরুন্নবী আজিজি, মৌলানা জিয়াউল হক জামালী, মমতাজ উদ্দীন, মরতুজ আলী, নেজাম উদ্দীন, ডা. মো. ইকবাল হোসাইন, আবু রশীদ, শাহ আলম, আসহাব উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আবছার উদ্দীন, সমাপনী বক্তব্য রাখেন তাওহীদুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী সহকারী শিক্ষক শ্রীমতি সবিতা সেন বলেন, ‘দীর্ঘ ২৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি ঘটল আজ। বিদায় অনেক কষ্টের। এখানের সবাই আমার পরিবার। পরিবারের প্রতি আমার ভালবাসা থাকবে আজীবন। আমার কোমলমতি ও প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমি অভিভূত হয়েছি। আমার অবসর দিনগুলো যাতে সুন্দরভাবে কাটে সে দোয়া চাই। আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের জন্য আমার অফুরান দোয়া থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ