বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলীর মাজার জিয়ারতের মাধ্যমে গনসংযোগ শুরু বাঁশখালীতে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের গনসংযোগ বাঁশখালীতে গনসংযোগ কালে পাপ্পা,আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই বাঁশখালীর ওসি সাইফুল ইসলামকে প্রশাসনে বিদায় সংবর্ধনা বাঁশখালীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের সরকারি অনুদানের চেক বিতরণ

বাঁশখালী‌তে সৃজন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৮ জন পড়েছেন

চট্টগ্রা‌মের বাঁশখালীর সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন “সৃজন সাংস্কৃতিক সংসদ” এর উদ্যোগে ৭ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
সৃজনের প্রতিষ্ঠাতা জাহেদুল ইসলামের সভাপতিত্ত্বে ও পরিচালক মিসবাহ উল হক ইমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা খোরশেদুল ইসলাম, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী, ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি এডভোকেট ইমরান হোসাইন, সৃজনের অন্যতম উপদেষ্টা, বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকুর রহমান চৌধুরী। কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন, আলহাজ মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হেলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সৃজনের এই সৃজনশীল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এর সার্বিক সফলতা কামনা করেন।
উল্লেখ্য, সৃজন সাংস্কৃতিক সংসদ ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর সৃজন মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর ২০২৪ বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ৭ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে বাঁশখালীর প্রায় ৬০টিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে দশম শ্রেণির এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
৭ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এ সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়কে সেরা শিক্ষা প্রতিষ্ঠান এওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি একজন অভিভাবককে সেরা অভিভাবক পুরস্কারও প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৮ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ভোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ