চট্টগ্রামের বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাইফুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি অফিসার্স ক্লাব হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম এর সভাপতিত্বে এ সময় সহকারি কমিশনার (ভুমি) মোঃ ওমন সানি আকন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেলা সমবায় কর্তকর্তা মোঃ ওবাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান,উপজেলামাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল করিম সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাইফুল ইসলাম ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ৪৮ নং ওসি হিসাবে বাঁশখালীতে যোগদান করেন। বর্তমানে তাকে বদলী করে টেকনাফ ওসি হিসাবে পদায়ন করা হয়েছে বলে সুত্রে জানা যায়। সে দায়িত্ব পালন কালে কোন ধরনের বিদ্বেষপূর্ণ কর্মকান্ড কিংবা সাধারন জনগনকে হয়রানি মুলক কোন কাজে জড়িত ছিল না বলে তার বিদায় সংবাদে স্থানীয় বেশ কয়জন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিমত ব্যক্ত করেন ।
এদিকে বাঁশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. খালেদ সাইফুল্লাহ। তিনি বদলীর আগ অবধি কুমিল্লা জেলার তিতাস থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন বলে সুত্রে জানা যায়।

Leave a Reply