মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কালীপু‌রে ঋষি অদ্বৈতানন্দ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে আসছেন চরমোনাই পীর র‌বিবার, আ‌য়োজক‌দের সংবাদ সম্মেলন বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি হ‌লেন এড‌ভো‌কেট আশরাফ হোসেন চৌধুরী বাঁশখালীতে এস.এস.সি,তে জিপিএ ৫ পেয়েছে ১৮৫ জন,দাখিলে ১৫ জন শাহ বদিউল আলম অবিভক্ত ভারতের অন্যতম প্রাণপুরুষ – মাহমুদুল ইসলাম চৌধুরী বাঁশখালীর ঋষিধামে স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের তিরোধান বার্ষিকীর সভা বাঁশখালীতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক শাখার অভিষেকও আলোচনা সভা বাংলাদেশ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নোভেল ভট্টাচার্য্য বাঁশখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বাঁশখালীর শীলকুপ মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের কমিটি গঠিত

বাঁশখালীর চাম্বলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সংবাদ দাতা
  • প্রকাশিত : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৭২২ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীতে কৃষকদের নিয়ে ২০২০-২০২১ অর্থ বছরে এগ্রিকালচারাল প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার চাম্বল এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সালেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শসা) নাসির উদ্দিন চৌধুরী। উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ শ্যামল চন্দ্র সরকার, চাম্বল পান উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মুজিবুল হোসেন টিপু, কৃষি ভিত্তিক সংগঠন নাপোড়া আইপিএম এর সাধারণ সম্পাদক মো. রমিজ প্রমুখ। এতে বক্তারা বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলের মধ্যে বাঁশখালী হচ্ছে কৃষিতে সমৃদ্ধশালী একটি উপজেলা। এ উপজেলায় প্রতি মৌসুমে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়ে থাকে এবং তা অন্যান্য অঞ্চলের সবজির ফলনের চেয়ে ভাল হয়ে থাকে। বর্তমান সরকারের আমলে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কৃষকদের জন্য বিনামূল্যে সার, বীজ প্রদান করছেন সরকার। এছাড়াও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে সম্পূর্ণ বিষমুক্ত সবজি চাষ করে কৃষকরা উপকৃত হচ্ছেন। উৎপাদিত সবজি বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছেন চাষীরা। বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এ উপজেলায় এগ্রিকালচারাল প্রজেক্ট (এসএসিপি) নামের যে প্রকল্পটি চালুকরণ করা হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।’ অনুষ্ঠানে চাম্বল এলাকার বিষমুক্ত বেগুন চাষে সফল এক চাষীর বেগুন প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
Theme Dwonload From ThemesBazar.Com