নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ আওতাধীন কালীপুর রেঞ্জ এর পুকুরিয়া বিট অফিস কর্তৃক বন্য হাতি সুরক্ষা বিষয়ক আলোচনা সভা কালিপুর রেঞ্জ কর্মর্কতা আলাউদ্দিন সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি িিছলেন চাঁদপুর বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক মো: আবুল বাশার। কালিপুর বিট এর এফ.জি ঝুন্টু দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. বন্যপ্রানী ও জীব বৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা (চ.দ বনবিভাগ) খোরশেদ আলম ,পুকুরিয়ার ইউপি সদস্য মো: ফারুখ, পুকুরিয়া ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: আবদুস ছবুর, সাধনপুর বিট কর্মকর্তা জলিলুর রহমান, পুকুরিয়া বিট কর্মকর্তা মনছুর আহম্মদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বন্যহাতির নিরাপদ বিচরণ ক্ষেত্র বনে ঘর বাড়ি নির্মান করে পরিবেশ ধংস না করার আহবান জানান।
Leave a Reply