আসন্ন ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা সফল করার লক্ষে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বৈলছড়ী শাখার সার্বিক সহযোগিতায় ও চেচুরিয়া শ্রী শ্রী আনন্দময়ী মন্দিরের উদ্যোগে পূর্ব চেচুরিয়া কালী মন্দির প্রাঙ্গনে শুক্রবার সন্ধ্যায় সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় পৌরহিত্য করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। উপস্থিত ছিলেন চাঁনপুর পুকুরিয়া অদ্বৈতানন্দ যোগাশ্রমের মোহন্ত শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ। ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বৈলছড়ী শাখার সভাপতি অচিন্ত সিকদারের সভাপতিত্বে ও পরিষদের কর্মকর্তা ধীমান দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আহবায়ক এড. অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড কাঞ্চন বিশ্বাস,অর্থ সম্পাদক বাবলা পাল, পরিষদ কর্মকর্তা অসীম পাল,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চট্টগ্রাম দক্ষিন জেলা শাখার সভাপতি এড. আশীষ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি গুহ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী শাখার সভাপতি অলক দাশ,সহ সভাপতি বিধান দাশ, সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ, যুগ্ম সম্পাদক দোলন দাশ, রুহিতোষ দেবনাথ,নন্দন শীল,অর্থ সম্পাদক প্রণব গুহ, সাংগঠনিক সম্পাদক নারায়ন মল্লিক,কালিপুর ইউনিয়ন শাখার সভাপতি নগরবাঁশী সুশীল, কার্যকরী সভাপতি সুমন তালুকদার,পরিষদ কর্মকর্তা রতন দেবনাথ,কিনটন দাশ,বিধু দাশ,মিঠ ুদাশ,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চেচুরিয়া শাখার শাখার সাধারণ সম্পাদক অজয় সেন, নিউটন দাশ মিশু, সানু রুদ্র, কাজল ঘোষ, দামোদর দত্ত, নিউটন দাশ, নিখিল তালুকদার, তপন দাশ,কার্তিক দাশ প্রমূখ।

Leave a Reply