বাঁশখালীর ঐতিহ্যবাহী সংগঠন সাধনপুর পল্লী মঙ্গল সমিতির শতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার সকালে সমিতির দূর্গা পূজা মন্ডপে অনুষ্ঠিত হয়। সভায় প্রথম অধিবেশন সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন সাধনপুর পল্লী মঙ্গল সমিতির সভাপতি লায়ন শেখর দত্ত। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক দোলন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গীতাপাঠ করেন সৎসংঘ আশ্রমের প্রতিনিধি শুভ দাশ,স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী,শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি সুদর্শন দে, সহ-সভাপতি লায়ন মুনমুন দত্ত মুন্না, অর্থ সম্পাদক ইউপি সদস্য নন্দন দে। সভায় শতবর্ষ উদযাপন কমিটি গঠনকল্পে বিশিষ্ট সমাজ সেবক, দক্ষ সংগঠক ও ভূমিদাতা পরিবারের জেষ্টসন্তান তাপস কুমার নন্দীকে সভাপতি, এডভোকেট শিবুতোষ দাশকে সাধারণ সম্পাদক ও শিক্ষক কুমার দেবাশীষ দত্তকে অর্থ সম্পাদক ঘোষণা করা হয়।
২য় অধিবেশনে শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের নবগঠিত সভাপতি তাপস কুমার নন্দী, এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এড. অনুপম বিশ্বাস। বক্তব্য রাখেন সাধনপুর শ্মশানকালী বাড়ী পরিচালনা পরিষদের সদস্য কাজল দত্ত চৌধুরী,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সন্তোষ দে,সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ,ভূমিদাতা পরিবারের সদস্য স্বরুপ নন্দী,বিশিষ্ট সমাজ সেবক এড. তপন কান্তি দাশ, বিশিষ্ট শিক্ষাবিদ ও আধার মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী দাশ, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজল কান্তি রুদ্র,সাধনপুর কিচিরমিচির সংঘের সভাপতি আশীষ চৌধুরী টুটুল, সাধনপুর শুকতারা সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সভাপতি পলাশ ভৌমিক, সাধনপুর ছাত্র সংঘের উপদেষ্টা রামপ্রসাদ দে, ব্রাহ্মণদিঘী পরিচালনা পরিষদের সভাপতি ও পশ্চিম সাধনপুর সমাজকল্যাণ সংস্থার সহ- সভাপতি ছোটন সেন, রুদ্রপাড়া লোকনাথ আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি রামধন রুদ্র,কোলাহল সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি দিবাকর দাশ তুষার, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ সাধনপুর শাখার সাধারণ সম্পাদক ও স্বামী অদ্বৈতানন্দ ধামের প্রতিনিধি বিশ্বজিৎ দেব,জগদ্দার্থী পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দে, পল্লী মঙ্গল সমিতি পূজা উদযাপন পরিষদের সভাপতি রিমন চক্রবর্তী, সাধারণ সম্পাদক আকাশ দাশ, অর্থ সম্পাদক শান্ত দে,জেলে পাড়া সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি মান্না জলদাশ, পূর্ব ছাপাছড়ি টেন স্টার ক্লাবের প্রতিনিধি ক্লিনটন দাশ,সংগঠক অশোক চৌধুরী জিকু,নিলয় চক্রবর্তী,ইমন নন্দী, উৎস দে, মেঘদূত দাশ শুভ প্রমূখ।
সভায় শতবর্ষ উদযাপনের লোগো উন্মোচন করা হয় এবং সপ্তাহব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের কর্মসূচির ঘোষণা করা হয়। সভায় বক্তারা গৌরবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সফল করার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply