দেশের একমাত্র আর্ন্তজাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে ২২তম আর্ন্তজাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও মেলা কমিটির পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছে। আগামী ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১দিনব্যাপী নানা ধর্মীয় কার্যাদির মাধ্যমে অনুষ্ঠিতব্য ঋষিকুম্ভ ও কুম্ভমেলা সুষ্টভাবে সম্পাদনের জন্য গতকাল বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম ও বাঁশখালী সেনা ক্যাম্প কর্মকর্তা ক্যাপ্টেন আবু সায়েদ রাইয়াদসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা ঋষিধাম পরিদর্শন করেন।
এ সময়ঋষিধাম ও তুলসীধামের পুজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ, শ্রীগুরু সংঘ সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব,সহ-সভাপতি এডভোকেট ভূপাল গুহ,যুগ্ম সম্পাদক দীপক দত্ত,দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদ আহবায়ক এডভোকেট অনুপম বিশ্বাস,সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ,কালিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আবুল কালাম,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট কাঞ্চন বিশ্বাস,দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুহ,বাঁশখালী উপজেলা সভাপতি অলক দাশ, সহ-সভাপতি নগরবাঁশী সুশীল,সাধারন সম্পাদক ঝুন্টু কুমার দাশ,দিলিপ দত্ত,ধনা দেব,স্বপন রুদ্র,অমল দেব, রুহিতোষ দেবনাথ, দোলন দাশ,নারায়ণ মল্লিক, বিধু দাশ, সুমন দেব, সুমন তালুকদার, স্বপন সুশীল, মাষ্টার নিউটন দাশ, কিফটন দাশ, সুবন্ধন শিকদার,সহ উৎসব উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য বাঁশখালীর ঋষিধামে ১৯৫৭ সাল থেকে প্রতি ৩ বছর অন্তর ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্টিত হয়। এবার ২২তম আর্ন্তজাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা আগামী ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১দিনব্যাপী নানা ধর্মীয় কার্যাদির মাধ্যমে উদযাপন করা হবে। আয়োজক কমিটির কর্মকর্তারা জানান প্রতিবারের ন্যায় এবং ২৫/৩০ লক্ষ লোকের সমাগত হবে ঋষিকুম্ভ ও কুম্ভমেলা চলাকালীন সময়ে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক দিক নির্দেশনায় পৃথক পৃথক সভা ও কমিটি গঠন করা হয়।

Leave a Reply