বাঁশখালী কালীপুরে ঋষি অদ্বৈতানন্দ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গতকাল অনুষ্টিত হয় । ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- বাংলাদেশ এর বাঁশখালী কালীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মতবিনিময় সভা ঐতিহ্যবাহী কোকদন্ডী শ্রী শ্রী ভোলানাথ মন্দির প্রাঙ্গণে পরিষদের সভাপতি অলক দাশের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক দোলন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষিধাম পরিচালনা উপ কমিটি সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, শ্রীগুরু সংঘের সহ সভাপতি অজিত চৌধুরী, শ্রীগুরু সংঘের অর্থ সম্পাদক তড়িৎ গুহ, কালীপুর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চন্দন দাশ, অধ্যাপক রতন দাশ,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আশীষ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারন সম্পাদক প্রদীপ গুহ। এ সময় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন নগর বাশী শীল, সুকুমার চৌধুরী, বাদল দেব, ডাঃ সুজিত দেব, রনি সরকার, সাগর সুশীল, রুহিতোষ দেব নাথ, প্রনব গুহ, নারায়ণ মল্লিক, ক্লিনটন দাশ, রতন দেব নাথ, বাসুদেব রুদ্র সম্পাদক সুমন দেব, নিউটন দাশ, সুমন তালুকদার, মিটু দাশ, সনজয় রক্ষিত, কার্তিক দাস , সুজিত সূত্র ধর, টিপু নাথ, কৃষ্ণ মল্লিক,সুইডেন কর্মকার, ডাঃ শিবু শীল, স্বপন শীল, টিকলু মল্লিক,রাজীব দাশ, লিটন ধুপী,অভিজিৎ সরকার, নারায়ণ নাথ, পুর্ন সরকার, বিধু দাশ, সান্টু চৌধুরী, দোলন কর্মকার,মিনু সুশীল সনজয় নাথ, সহ নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- বাংলাদেশ এর বাঁশখালী কালীপুর ইউনিয়ন শাখার নগর বাঁশী শীল কে সভাপতি, সুমন তালুকদার কে কার্যকরী সভাপতি, সুমন দেব কে সাধারন সম্পাদক, ডাঃ টিপু নাথকে কার্যকরী সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কালীপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।