রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী‌তে উত্তর জলদী সূর্য উদয় ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী গণেশ চতুর্থী উদযাপন মাকে সাথে নিয়ে শিক্ষা জীবনের বিদায় সন্মাননা নিলেন প্রধান শিক্ষক প্রনব সিকদার বাঁশখালী আসন ঐক্যবদ্ধ হয়ে পুনরুদ্ধার করবো বিএনপি নেতা ইদ্রিস মিয়া জাতীয় পর্যা‌য়ে মেট ক্লা‌বের উ‌দ্বোধন কর‌লেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন শিক্ষার্থীদের রাস্তার দু,পাশে দাঁড় করিয়ে ফুলের পাঁপড়িতে সন্মাননা নিলেন সভাপতি বাঁশখালীর শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা বাঁশখালীতে ইপসার উদ্যোগে কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত ১১বছর পর আবা‌রো অধ্যক্ষ হিসা‌বে দা‌য়িত্ব গ্রহন মুহাম্মদ জহিরুল ইসলামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা বাঁশখালীর সাধনপুর পল্লী মঙ্গল সমিতির শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাঁশখালী কালীপু‌রে ঋষি অদ্বৈতানন্দ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৩৫ জন পড়েছেন

বাঁশখালী কালীপু‌রে ঋষি অদ্বৈতানন্দ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গতকাল অনু‌ষ্টিত হয় । ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- বাংলাদেশ এর বাঁশখালী কালীপুর ইউনিয়ন শাখার উ‌দ্যো‌গে মতবিনিময় সভা ঐতিহ্যবাহী কোকদন্ডী শ্রী শ্রী ভোলানাথ মন্দির প্রাঙ্গণে পরিষদের সভাপতি অলক দাশের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক দোলন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষিধাম পরিচালনা উপ কমিটি সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, শ্রীগুরু সংঘের সহ সভাপতি অজিত চৌধুরী, শ্রীগুরু সংঘের অর্থ সম্পাদক তড়িৎ গুহ, কালীপুর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চন্দন দাশ, অধ্যাপক রতন দাশ,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আশীষ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারন সম্পাদক প্রদীপ গুহ। এ সময় উপস্থিত ছিলেন ও আ‌লোচনায় অংশ নেন নগর বাশী শীল, সুকুমার চৌধুরী, বাদল দেব, ডাঃ সুজিত দেব, রনি সরকার, সাগর সুশীল, রুহিতোষ দেব নাথ, প্রনব গুহ, নারায়ণ মল্লিক, ক্লিনটন দাশ, রতন দেব নাথ, বাসুদেব রুদ্র সম্পাদক সুমন দেব, নিউটন দাশ, সুমন তালুকদার, মিটু দাশ, সনজয় রক্ষিত, কার্তিক দাস , সুজিত সূত্র ধর, টিপু নাথ, কৃষ্ণ মল্লিক,সুইডেন কর্মকার, ডাঃ শিবু শীল, স্বপন শীল, টিকলু মল্লিক,রাজীব দাশ, লিটন ধুপী,অভিজিৎ সরকার, নারায়ণ নাথ, পুর্ন সরকার, বিধু দাশ, সান্টু চৌধুরী, দোলন কর্মকার,মিনু সুশীল সনজয় নাথ, সহ নেতৃবৃন্দ। মত‌বি‌নিময় শে‌ষে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ- বাংলাদেশ এর বাঁশখালী কালীপুর ইউনিয়ন শাখার নগর বাঁশী শীল কে সভাপতি, সুমন তালুকদার কে কার্যকরী সভাপতি, সুমন দেব কে সাধারন সম্পাদক, ডাঃ টিপু নাথকে কার্যকরী সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কালীপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ