বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ,তারুণ্য উৎসব, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অনুষ্টান সোমবার (৮এপ্রিল) বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয় । বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শেফালিকা দে, গীতাশ্রী চৌধুরী, অফিস সহকারি অমলেন্দু দাশ ,অফিস সহায়ক রবিলাল দে,মঞ্জু রাণী দাশ এর অরসর জনিত বিদায় ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপাজেলা একাডেমিক সুপাইভাইজার মোঃ এয়ার মোহাম্মদ, এতে অতিধি ছিলেন ও আলোচনায় অংশ নেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ,বাঁশখালী সরকারি বালিকা উচ্চ সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ওসমান,বাঁশখালী একাডেমির পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, অভিভাবক মোঃ আনিসুর রহমান শিক্ষার্থী তাসমিন জান্নাত ও নুসরাত আলোচনায় অংশ নেন ।
এ সময় সাংবাদিক মিজান বিন তাহের, সাংবাদিক শিব্বির আহমদ রানা, সাংবাদিক মোঃ আমিনুর রহমান, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অচিন্ত্য চক্রবর্তী, শিক্ষক মাহবুল আলম,শিক্ষক সত্যজিত বড়ুয়া,তাহেরা বেগম,জসিম উদ্দিন, সুলভ সিকদার, রতন কান্তি দাশ, বিপ্লবী সু্শীল, প্রীতি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্টানের শেষ পর্যায়ে তারুণ্য উৎসব, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় ।
এ সময় বক্তারা বলেন,বাঁশখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত এতিহ্যবাহী বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি শিক্ষার পাশাপাশি শিক্ষা সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখছে। এ বিদ্যালয়ের ৫জন শিক্ষক কর্মচারী আজ অবসরজনিত এবং ২৩১জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী হিসাবে বিদায় সংবর্ধনা গ্রহন করতে যাচ্ছে বলে সভায় উল্লেখ করেন ।
Leave a Reply