শতশত শিক্ষার্থীকে কড়া রোদের মধ্যে রাস্তার দু,পাশে দাঁড় করিয়ে ফুলের পাঁপড়ি ছিটিয়ে বিরল সন্মাননা নিলেন পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ মোরশেদুল আলম। গতকাল বৃহস্পতিবার সকালে নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ মোরশেদুল আলমকে মোশাররফ আলী বাজার থেকে রাস্তার দ’ুপাশে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে ফুলের পাঁপড়ি দিয়ে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মচারী এবং বিশিষ্ট এলাকাবাসী তাকে স্বাগত জানান এবং বরণ করে নেন। এ দৃশ্যটি বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং নানা মন্তব্য করে। তবে সে বিষয়ে জানার জন্য বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান কে অসংখ্যা বার মোবাইলে কল ও মোবাইলে মেসেজ প্রেরন করলে তার কোন উদ্ধার পাওয়া যায়নি। নবনিযুক্ত সভাপতিকে রাজকীয় বরণের পর বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক তৌহিদুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি মোরশেদুল আলম, প্রধান মেহমান ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান আবু হেনা চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মাশুক এলাহী চৌধুরী, অভিভাবক সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী, মোক্তার আহমেদ, জামশেদুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত সভাপতি মো. মোরশেদুল আলম বলেন, আমার বাবা মরহুম আবুল ইসহাক চৌধুরী এ প্রতিষ্ঠানে ২৮ বছর দায়িত্বে ছিল, তারই উত্তরসূরী হিসেবে আমি দায়িত্ব পালন করতে এসেছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণকে সঙ্গে নিয়ে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজেকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকব।এখানে আমি নেওয়ার জন্য আসিনি, দিতে এসেছি। এজন্য এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। এ সময় বিদ্যালয়ের শিক্ষকম-লী, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য চলতি মাসের ১৮ আগষ্ট মো.মোরশেদুল আলম পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয় বলে সুত্রে জানা যায়। এদিকে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমানের উপর গুনাগুরীতে সিএনজি অটোরিক্সাতে উঠার সময় কতিপয় লোক হামলা করেছে অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল।
Leave a Reply