বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে আগুনে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের মাঝে পিপি রাজ্জাকের ত্রাণ সহায়তা বাঁশখালীতে আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্টিত কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁশখালীর বাহারছড়ায় ছাত্রদলের সমাবেশ বাঁশখালী‌তে উত্তর জলদী সূর্য উদয় ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী গণেশ চতুর্থী উদযাপন মাকে সাথে নিয়ে শিক্ষা জীবনের বিদায় সন্মাননা নিলেন প্রধান শিক্ষক প্রনব সিকদার বাঁশখালী আসন ঐক্যবদ্ধ হয়ে পুনরুদ্ধার করবো বিএনপি নেতা ইদ্রিস মিয়া জাতীয় পর্যা‌য়ে মেট ক্লা‌বের উ‌দ্বোধন কর‌লেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন শিক্ষার্থীদের রাস্তার দু,পাশে দাঁড় করিয়ে ফুলের পাঁপড়িতে সন্মাননা নিলেন সভাপতি বাঁশখালীর শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা বাঁশখালীতে ইপসার উদ্যোগে কর্মপরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত

সরকারি স্কুলে ভর্তি-অনলাইনে আবেদন শুরু ১৫ ডিসেম্বর

সংবাদ দাতা
  • প্রকাশিত : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৬৬৯ জন পড়েছেন

ভর্তি পরীক্ষা নয়, এবার লটারির মাধ্যমেই সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু করেছে মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর)এরইমধ্যে সরকারি স্কুলগুলোর ভর্তি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছেমাউশির পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইনের স্বাক্ষরে গতকাল শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়
এ বিজ্ঞপ্তির আলোকেই চট্টগ্রাম মহানগরের সরকারি স্কুলগুলোর ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ স ম জামসেদ খোন্দকারএতদিন মহানগরে সরকারি স্কুলের সংখ্যা ৯টি থাকলেও এবছর থেকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজও এ তালিকায় যুক্ত হচ্ছেসম্প্রতি শিক্ষক-কর্মচারীদের চাকরি আত্তীকরণের মাধ্যমে জাতীয়করণের সব ধাপ সম্পন্ন হয় শিক্ষাপ্রতিষ্ঠানটিরজাতীয়করণের পর প্রতিষ্ঠানটির নাম চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে রূপান্তর হয়েছেএবছর সরকারি প্রতিষ্ঠান হিসেবেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে
এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর চৌধুরী গতকাল আজাদীকে বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ভর্তি কার্যক্রমে যুক্ত হতে মাউশির পক্ষ থেকে আমরা মেসেজ পেয়েছিসে হিসেবে আমাদের স্কুল পর্যায়ের ভর্তি প্রক্রিয়াটিও সরকারি অন্যান্য স্কুলগুলোর মতোই একই প্রক্রিয়ায় সম্পন্ন হবেএবার প্রথম, ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকছে জানিয়ে অধ্যক্ষ বলেন, এসব শ্রেণিতে শূন্য আসনের তালিকা কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত করা হবেআবেদন ও লটারির সময়সূচি : মাউশির তথ্য অনুযায়ী, সরকারি স্কুলগুলোর ৫ম থেকে ৯ম শ্রেণি ভর্তিতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ১৫ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায়আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবে ভর্তিচ্ছুরাআবেদন গ্রহণ শেষে একযোগে লটারি অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বরঅনলাইনে লটারির মাধ্যমেই ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে
আবেদন ফি : করোনা পরিস্থিতির কারণে আবেদন ফি কমিয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে এবারআগে এ ফি ১৭০ টাকা ছিলকেবল টেলিটিক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে অনলাইনে এ ফি দেয়া যাবেপ্রসঙ্গত, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ফলে ভর্তি যুদ্ধের পরিবর্তে এবার ভাগ্যের লড়াইয়ে অবতীর্ণ হতে হবে সরকারি স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের
জেলাপ্রশাসনের তথ্য অনুযায়ী, নগরীর ৯ সরকারি স্কুলে ৫ম থেকে ৯ম শ্রেণিতে প্রায় ৪ হাজার শিক্ষার্থী এবার ভর্তির সুযোগ পাবেস্কুলগুলোর শ্রেণিভিত্তিক শূন্য আসনের তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় এ সংখ্যা সামান্য কম-বেশি হতে পারে বলে জানিয়েছেন জেলাপ্রশাসন সংশ্লিষ্টরাএতদিন সুস্পষ্ট কোনো নির্দেশনা না পাওয়ায় ভর্তি সংক্রান্ত কার্যক্রম অনেকটা স্থবির ছিল জানিয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ স ম জামসেদ খোন্দকার আজাদীকে বলেন, এখন নির্দেশনা পেয়েছিমাউশির নির্দেশনা অনুসারে আবেদন প্রক্রিয়া ও ভর্তি কার্যক্রম পরিচালিত হবেসংশ্লিষ্ট সকলকে নিয়ে কয়েকদিনের মধ্যে ভর্তি সংক্রান্ত সভা করা হবেতিনি বলেন, সভায় শূন্য আসনের তালিকাসহ যাবতীয় খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করা হবেতাছাড়া একজন শিক্ষার্থী সর্বোচ্চ কয়টি স্কুলে আবেদনের সুযোগ পাবে, সেটিও সভায় চূড়ান্ত করা হবে
এদিকে, স্কুলগুলোর শূন্য আসনের তালিকা এখনো চূড়ান্ত না হলেও গত কয়েক বছরের তালিকা পর্যালোচনায় দেখা যায়- ৪ হাজারের কিছু কম-বেশি শিক্ষার্থী এসব স্কুলের ৫ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়ে আসছেএর মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে ৫ম শ্রেণিতেপ্রতিবছর ২ হাজারের কিছু কম-বেশি শিক্ষার্থী এই (৫ম) শ্রেণিতে ভর্তির সুযোগ পায়৬ষ্ঠ শ্রেণিতে সুযোগ পায় ছয়শোর কিছু কম-বেশি৭ম শ্রেণিতে কোনো বছর সামান্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি নেয়া হলেও কোনো কোনো বছর একটি আসনও শূন্য থাকে না৮ম শ্রেণিতে দুইশোর সামান্য কম-বেশি সংখ্যায় শিক্ষার্থী ভর্তির সুযোগ পায় প্রতি বছরআর এক হাজারের সামান্য কম-বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে ৯ম শ্রেণিতেসবমিলিয়ে সরকারি ৯টি স্কুলের ৫ম থেকে ৯ম শ্রেণিতে প্রায় ৪ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে এবারতবে নতুন করে আরো একটি স্কুল যুক্ত হওয়ায় কয়েকটি নির্দিষ্ট শ্রেণিতে আরো কিছু সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে এবার
প্রসঙ্গত, ২য় থেকে ৮ম শ্রেণির ক্ষেত্রে সরাসরি ভর্তি পরীক্ষা নিয়েই প্রতিবছর শিক্ষার্থী ভর্তি করানো হয় সরকারি স্কুলেভর্তি পরীক্ষার সময় সরকারি স্কুলগুলোকে তিনটি ক্লাস্টারে ভাগ করা হয়তিনটি ক্লাস্টারেই আবেদনের সুযোগ পায় শিক্ষার্থীরানবম শ্রেণিতে ভর্তি করা হতো জেএসসির ফলাফলের ভিত্তিতেআর বিগত কয়েক বছর থেকে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার নিয়ম করা হয়েছে প্রথম শ্রেণিতেএবার সব ক্লাসেই লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়করোনা সংক্রমণের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অনলাইন ব্রিফিংয়ে জানান শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।  সুত্র : দৈনিক আজাদী

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ