আজাদী প্রতিবেদন: সুত্র
প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। একই প্রজ্ঞাপনে কঙবাজার ও বান্দরবান জেলাসহ আরো ১১ জেলায় জেলা প্রশাসক পদায়ন করা হয়।
অন্যদিকে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ-২ অধিশাখার উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়।