নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্কুল পর্যায়ের ব্যাডমিন্টন (একক ও দ্বৈত) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টান গতকাল (২৯ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্টানে চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, উম্ভোধক ছিলেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, চট্টগ্রাম সরকারি শারিরীক শিক্ষা কলেজের প্রভাষকও আন্তজার্তিক রেফারি এস.এম গিয়াস উদ্দিন বাবর, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহাবুদ্দিন ক্রীড়া সংগঠক মো: জাফর ইকবাল, প্রকাশ বড়ুয়া, রুবেল কুমার দে, মো: ইকবাল প্রমুখ। ব্যাডমিন্টন (একক ও দ্বৈত) প্রতিযোগিতায় বাঁশখালীর ৮ টি বিদ্যালয়ের ১৬টি দল অংশ গ্রহন করেন ।