নিজস্ব প্রতিবেদক:
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঁশখালী উপজেলা সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এক মানববন্ধন বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। শনিবার (১২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়–য়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ছালেহ, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দেলোয়ার হোছাইন, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মো. দেলোয়ার প্রমুখ। সভায় বক্তারা জাতির জনকের অবমাননা কোন অবস্থায় মেনে নেয়া যায় না । যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তি প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়।