নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল শনিবার সকালে সরল ইউনিয়নস্থ এমপির বাসভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি রাওকাতুন নূর চৌধুরী প্রিয়াতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা অংশ নেন, কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, মোতাহেরা বেগম, রোকসানা আক্তার, রায়হানা বেগম, মোছা¥মৎ রনি, ফাতেমা বেগম, হিরা মনি, দেবী রুদ্র, ফারজানা আকতার, জন্নাতুল ফেরদৌস, জেবুন্নেছা বেগম, মালিহা মেহনাজ তাসনিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালী তাদের হারানো দ্বিশা ফিরে পেয়েছি। জাতির জনকের স্বপ্ন ছিল এদেশকে একটি ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এসময় উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাওকাতুন নূর চৌধুরী প্রিয়াতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মহিলা হয়ে বিশ্বের কাছে বাংলাদেশের আসন করে নিয়েছে। তাই প্রত্যেক মহিলাদের নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে এবং আওয়ামীলীগের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, যেকোন বিপদে একে অন্যের পরিপূরক হয়ে আমরা দেশের উন্নয়নে কাজ করে যাবো।