নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর গন্ডামারায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ বসতঘর পুঁড়ে ছাই হয়ে গেছে। গন্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বঘোনা চকরিয়াখালী এলাকায় শনিবার দুপুরে ভয়াবহ এ অগ্নিকা-ে ১৫ বসতঘরের সমস্ত মালামাল নগদ টাকা ও আসবাবপত্র পুঁড়ে গিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় চেয়ারম্যান মো: লেয়াকত আলী জানান। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গন্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বঘোনা চকরিয়াখালী এলাকায় শনিবার দুপুরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকা-ের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে ছৈয়দুর রহমান কালু, সালাউদ্দীন, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, মোজাম্মেল মাঝি, মোহাম্মদ টিটু, ওয়াহিদুল্লাহ, সাহাব উদ্দীন, বিলকিছ বেগম, আবদুল্লাহ, মো. সেলিম, আসহাব উদ্দীন, আতিকুর রহমানের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৫ বসতঘরের সমস্ত মালামাল পুড়ে গিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, “ঘটনাস্থল উপজেলা সদর থেকে দূরবর্তী এবং ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই ১৫ বসতঘরের অধিকাংশ মালামাল পুঁড়ে যায়। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে গন্ডামারা ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন এবং ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে ১৫ পরিবারকে একলক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।