তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা অফিসার্স কাবে সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোমেনা আক্তার। প্রশিক্ষণে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনও বিধিমালা সম্পর্কে, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্ত করণে মোবাইল কোর্ট পরিচালনা, তামাক বিরোধী প্রচারণা, পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহণে ধুমপান মুক্তকরণ, তামাক কোম্পানীর বিজ্ঞাপণ অপসারণ, তামাক জাত দ্রব্য সেবনে স্বাস্থ্যের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধমপান মুক্তকরণ, তামাক বিরোধী প্রচার প্রচারণা,ও তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ নিয়ে গ্রুপ ওয়ার্ক উপস্থাপনা করা হয়। এ সময় আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী,বাঁশখালী হাসপাতালের আরএমও ডা: আবদুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ সেলোমান,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ,বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান,ডা: সাবরিনা আক্তার,বাঁশখালী থানার এসআই নাজমুল হক,বাঁশখালী মড়েল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ,বাঁশখালী একাডেমীর পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া সহ ৩০ জন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি প্রশিক্ষণে উমুক্ত আলোচনায় অংশগ্রহন করেন ।