বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসএসিপি প্রকল্পের আওতায় কৃষাণ কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বৈলছড়ি ইউনিয়ন বীজাগার/ফিয়াক অফিসে অনুষ্টিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম এর উপ- পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক সরেজমিন উইং একেএম মনিরুল আলম। বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক এর স্বাগত বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিক কল্যাণ বড়ুয়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ওচমান গনি ছিদ্দিকী, বিধান কান্তি দাশ, সুরনজিত রুদ্র সহ দায়িত্বশীল কর্মকর্তা সহ ৩০ জন কৃষাণ কৃষাণী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। এসএসিপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণে উচ্চমুল্যে ফসলের চাষাবাদ কলাকৌশলের আলোচনা করা হয়্। আগাম টমোটো চাষ, ফুলকপি চাষসহ অন্যান্য ফসলের চাষাবাদ ও বাজারজাত করণ সর্ম্পকে আলোচনা করা হয়। অনুষ্টানের শুরুতে বৈলছড়ি ইউনিয়ন বীজাগার/ফিয়াক অফিসে একটি কাজুবাদাম চারা রোপন করেন অতিথিরা।