বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বর্ষ উপলে পুনবার্সিত ২৫ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়ার জন্য রাতে কম্বল নিয়ে ছুটে যান ঐ পাহাড়ি এলাকায়। সেখানে গিয়ে তিনি প্রতিটি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং যে কোন সমস্যা যথাসম্ভব সমাধানের আশ্বাস প্রদান করেন। সোমবার রাতে কম্বল নিয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আতিকুর রহমান, দৈনিক আজাদী প্রতিনিধি সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক আলোকিত বাংলাদেশ মিজান বিন তাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী লিপটন ওম, প্রকল্প অফিসের কর্মচারী মোঃ আজাদ, সহ অন্যন্যরা কর্মকর্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বর্ষ উপলে পুনবার্সিত ২৫ ভুমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে দুটি করে কম্বল তুলে দেন।