শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাঁশখালী প্রেস ক্লাবের আহবায়ক দিলীপ কুমার তালুকদার এর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, বাঁশখালী আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মুহাম্মদ দিদারুল আলম । দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তার সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক মোহন মিন্টু, পুর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক দেশ এর প্রতিনিধি হিমেল বাপ্পা, দৈনিক অধিকার এর প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক সকালের সংবাদ প্রতিনিধি দিদারুল আলম, মো: রিয়াদুল ইসলাম,আফনান চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা ভাষা শহীদের শ্রদ্ধা নিবেদন সহ স্বজনশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকান্ড গুলো তুলে ধরার পাশাপাশি সমাজের সকল অসঙ্গতি তুলে ধরার আহবান জানান ।