জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা আয়োজন করেন। আয়োজনের মধ্যে ছিল স্কুল কলেজের শিক্ষাথীদের নিয়ে ছড়া, কবিতা ও গানের প্রতিযোগিতা, জাতির জনককে নিয়ে ‘স্বপ্নদ্রষ্ট্রা মুজিব ও সচিত্র মুজিব’ নামে দেওয়াল পঞ্জিকা প্রকাশ, শান্তির পায়রা কবুতর ও বেলুন উত্তোলন, জাতির জনকের প্রতিকৃর্তিতে পুষ্প স্তাবক দিয়ে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছাালেক এর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা ও পুইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সোলতানুল গনি চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সফিউল কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম প্রমুখ। এ সময় সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কফিল উদ্দিন সহ বাঁশখালী কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্টানে প্রধান অতিথি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙ্গালী জাতি কখনও মুক্তির স্বাদ পেতনা। তাই তিনি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের সকল উন্নয়ন কর্মকান্ডে সবাইকে অংশগ্রহন করার আহবান জানান । এদিকে বিকালে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীরগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।