বাঁশখালী উপজেলার গন্ডামারা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং এর শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ ) সকালে বাঁশখালী গন্ডামারা বাজারের মমতাজ মার্কেটে এ শাখার উদ্বোধনী অনুষ্টান সমাজ সেবক মাওলানা বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গন্ডামারা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লেয়াকত আলী, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ম্যানেজার মোঃ নাজিম উদ্দীন, এসময় উপস্থিত ছিলেন, গন্ডামারা লবন সমবায় সমিতির সভাপতি আবু আহমদ, ইউপি সদস্য আলী নবী, আব্দুল জাব্বার, এইচ এম ওসমান গণী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং ডাইরেক্টর আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, খোকন হাসান তালুকদার, ইফতেখার চৌধুরী, মঈন উদ্দীন, আমির হোসেন, আবু আহমদ, হেফাজুল ইসলাম প্রমূখ । উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ লেয়াকত আলী বলেন, ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। এই ব্যাংকে যে ব্যক্তি হিসাব খুলতে পারবেন। শুধুমাত্র হাতের আঙ্গুলের ছাপ দিয়ে এই ব্যাংকে একাউন্ট খুলতে এবং টাকা উত্তোলন করতে পারবেন। এ ব্যাংক গন্ডামারা বাসীর জন্য সময় ও লেনদেন সহজ করে দেবে। সমস্ত লেনদেন এই ব্যাংকে করার জন্য তিনি গন্ডামারা বাসীর প্রতি আহবান জানান।