চট্টগ্রামের বাঁশখালীর কাহারঘোনা গ্রামের প্রয়াত উপাসক সন্তোষ বড়ুয়ার স্মরণে অষ্ট-উপকরণসহ সংঘদান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবিরের শিষ্য ভদন্ত ধর্মদর্শী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টানের শুরুতে সাবগত বক্তব্য রাখেন সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরামের অধ্যক্ষ মৈত্রীজিৎ স্থবির। বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া। ধর্মদেশনা করেন বাঁশখালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মপাল মহাস্থবির, বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাস্থবির, দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ তিলোকানন্দ মহাস্থবির, বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাস্থবির,সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতির প্রাক্তন সাধারন সম্পাদক ধর্মতিলক স্থবির, শিক্ষক সত্যপ্রিয় বড়ুয়া, আশীষ বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন বৌদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে কাহারঘোনা মিনজীরিতলা গ্রামটি একটি পবিত্র ভুমি। এখানে জন্মগ্রহন করেন সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবির, একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাস্থবির, ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অনোমদর্শী বড়ুয়া ও অবাল্য ব্রক্ষাচারী সাধক ধর্মদর্শী মহাস্থবিরের মত পূর্ণ্যবানরা। তারা প্রয়াত সন্তোষ বড়ুয়া সহ পরলোকগত জ্ঞাতিদের পূর্ন্যদান করেন।