জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অসহায়, দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী গতকাল বৃহস্পতিবার বিতরণ করা হয়। খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ জাতীয় পুষ্টি সপ্তাহের এ প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার ল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসে ৩০ গরীব-অসহায় পরিবারের মাঝে চাউল, ছোলা, ডাল, তেল, আলু, পিঁয়াজ, লবণ, সেমাই ও চিনিসহ এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ-উল করিম সুজন সহ দায়িত্বশীল কর্মকর্তারা। এ সময় বক্তারা বর্তমান করোনা কালনি সময়ে সকল নাগরিককে নিয়মনীতি মেনে চলার আহবান জানানো হয় ।