বাঁশখালীতে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলা মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ১৭০ পরিবারের বিতরণ করেছে বাঁশখালী উপজেলা পরিষদ। সোমবার উপজেলা পরিষদ মাঠে এ সামগ্রী বিতরণ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী,
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি )মাজহারুল ইসলাম,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃসমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলা মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ১৭০ পরিবারে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী বলেন,সারাদেশে করোনা ভাইরাসের কারনে সাধারন জনগন কর্মহীন হয়ে পড়েছে । সাধারন জনগনের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাঁশখালী উপজেলা পরিষদ থেকে এসব প্রদান করা হচ্ছে । ।আগামীতেও এ ধারা অভ্যাহত থাকবে বলে তিনি জানান