বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বাঁশখালীর সরল ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তেল, চনা, ডাল, চিনি বিতরণ করা হয়েছে। বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, এডভোকেট রায়হাদ চৌধুরী রনি, ইউনিয়ন পরিষদ সচিব হারুনুর রশিদ, ইউপি সদস্য রশিদ আহমদ, জসিম উদ্দীন সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, মানুষতে নিরাপদে রাখতে সরকার লকডাউন ঘোষণা করেছে।কিন্ত সাধারন জনগন নানা অজুহাতে লকডাউন মানতে চায়না। তিনি বলেন স্বাস্থ্যবিধি মানতে হবে, না হয় তা আরো ভয়াবহ রুপ নেবে । তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করেন এবং করোনা কালীন নিয়মনীতি মেনে চলার আহবান জানান।